ব্রেকিং নিউজ
Home - অপরাধ - প্রতিবন্ধী কিশোরী চাচাত বোনকে ধর্ষণের দায়ে ভান্ডারিয়ার এক বখাটের যাবজ্জীবন কারাদন্ড

প্রতিবন্ধী কিশোরী চাচাত বোনকে ধর্ষণের দায়ে ভান্ডারিয়ার এক বখাটের যাবজ্জীবন কারাদন্ড

ভান্ডারিয়া প্রতিনিধি >>
পিরোজপুরের ভান্ডারিয়ায় এক প্রতিবন্ধী কিশোরীকে(১৪) ধর্ষণের দায়ে সুজন হাওলাদার (৩১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে পিরোজপুরের একটি আদালত।
আজ রবিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল- ২ এর বিচারক মো. জিল্লুর রহমান এ দন্ডাদেশ দেন। আদালত দন্ডিত ধর্ষক সুজনকে আরও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডাদেশ দেয়। দন্ডিত ধর্ষক সুজন হাওলাদার উপজেলার ইকড়ি ইউনিয়নের আতরখালী গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে।
আদালত সূত্রে জানাগেছে, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার আতরখালী গ্রামে ২০১৪ সালের ১০ আগষ্ট শারিরিক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ঘরে একা পেয়ে প্রতিবেশী বখাটে চাচাত ভাই সুজন হাওলাদার জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় মেয়েটির বাবা ও মা কাজে বাইরে ছিলেন। মেয়েটির আর্ত চিৎতকারে প্রতিবেশীরা এগিযে আসলে ধর্ষক সুজন পালিয়ে যায়।
পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা মেয়েটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্র কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে আশংকাজনক অবস্থায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বেশ কিছুদিন চিকৎসার পর নির্যাতিত কিশোরী সুস্থ হয়ে ওঠে।

এ ঘটনায় প্রতিবন্দী কিশোরীর বাবা ভান্ডারিয়া থানা মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত ধর্ষক চাচাত ভাই সুজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আটকের পর থেকেই লম্পট সুজন কারাগরে ছিল। । রায় ঘোষণার সময় সে ধর্ষক সুজন আদালতে উপস্থিত ছিল। দীর্ঘদিন শুনানীর পর আদালত এ আসামীকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...