ব্রেকিং নিউজ
Home - অপরাধ - বামনায় মুক্তিযোদ্ধা বাছাই কমিটির সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ : স্মারকলিপি পেশ

বামনায় মুক্তিযোদ্ধা বাছাই কমিটির সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ : স্মারকলিপি পেশ

বামনা(বরগুনা)প্রতিনিধি .
বরগুনার বামনায় আজ বৃহস্পতিবার সকালে বামনা উপজেলার মুক্তিযোদ্ধা বাছাই কমিটির সভাপতি ও বরগুনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. রশিদ মিয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা । অভিযুক্ত মুক্তিযোদ্ধা বাছাই কমিটির সভাপতি ও বরগুনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারকে বাছাই কমিটি থেকে অবিলম্বে বাদ দেওয়ার দাবিতে জানিয়ে এ বিক্ষোভ মিছিল করা হয়। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) কাছে স্মারকলিপি পেশ করেন মুক্তিযোদ্ধারা।
জানাগেছে, বামনা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি আ. রশিদ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অর্থকেলেংকারীর অভিযোগ ওঠে। এই দুর্নীতি পরায়ন ব্যক্তিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বাছাই কমিটির সভাপতি করায় উপজেলা মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ হয়। গতকাল বৃহস্পতিবার সকালে ওই কমিটির সভাপতি সহ ৬জন সদস্য মাহেন্দ্রগাড়ী যোগে বামনা উপজেলা পরিষদে তাদের প্রথম সভায় যোগদান করতে গেলে বিক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা তাদের পথরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে ওই বাছাই কমিটির সভাপতিকে প্রত্যাহারের দাবীতে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং নির্বাহী কর্মকর্তার কাছে দাবীদার মুক্তিযোদ্ধাদের পক্ষে অমল মিস্ত্রী ও কিরণ বেপারী ও গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের পক্ষে সাবেক ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার দুটি স্মারকলিপি পেশ করে।
আরো জানাযায়, গত ১৯ জানুয়ারী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ডকাউন্সিলের সাংগঠনিক সম্পাদক এবিএম সুলতান আহম্মেদকে সভাপতি করে প্রথম বামনা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাইবাছাইয়ের একটি কমিটি করেন। ওই কমিটি সভায় উপস্থিত না হওয়ায় কমিটি বাতিল হয়। পরে এই সভাপতিকে আবারো সভাপতি করে কমিটি ঘোষনা করলে স্থানীয় মুক্তিযোদ্ধারা এর প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন ও সংবাদ সমম্মেল করে। পরে ৯ফেব্রুয়ারী বরগুনা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. রশিদ মিয়াকে সভাপতি করে আর একটি কমিটি করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। এতে মুক্তিযোদ্ধারা ক্ষিপ্ত হয় তাদের দাবী বামনা উপজেলার বুকাবুনিয়ায় ৯ নম্বর সেক্টারের সাবসেক্টর হেট কোয়ার্টার হওয়ায় স্থানী কোন লাল তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাকে সভাপতি করা হউক।
এব্যাপারে মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন হাওলাদার বলেন, বর্তমান সভাপতি বরগুনার স্থায়ী বাসিন্দা তিনি কিভাবে এউপজেলার মুক্তিযোদ্ধাদের চিনবেন? তাছাড়া তার বিরুদ্ধে অর্থকেলেংকারীর নানা অভিযোগ রয়েছে। বার বার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এরকম দুর্নীতিবাজদের বামনা উপজেলা বাছাই কমিটির সভাপতি করে পাঠায়। আমরা চাই স্থানীয় কোন মুক্তিযোদ্ধাকে বাছাই কমিটির সভাপতি করা হোউক।
বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমরা আজ(বৃহস্পতিবার) মুক্তিযোদ্ধা বাছাই কমিটির সভাপতি আ. রশিদ মিয়ার সভাপতিত্বে প্রথম সভা করেছি। আগামী ২২,২৩,২৪ ফেব্রুয়ারী দাবিদার মুক্তিযোদ্ধাদের বাছাইয়ের দিন সভায় ঠিক করা হয়েছে। এছাড়া ২৫ ফেব্রয়ারী অভিযুক্তদের বাছাইয়ের তারিখ। তবে মুক্তিযোদ্ধাদের স্মারকলিপি হাতে পেয়েছি। সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রেরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...