অনলাইন ডেস্ক : মা-ইলিশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পিরোজপুরের মঠবাড়ীয়ায় উপজেলার প্রশাসন ও মৎস্য অধিদপ্তর বলেশ্বর নদীতে রাতভর বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধভাবে ইলিশ ধরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানকালে নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৫০০ মিটার ইলিশ জাল, ০৪ টি চরঘেড়া জাল ও ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। মালিক পাওয়া যায়নি। জব্দকৃত জালগুলি বলেশ্বর নদীরকূলে জনসম্মুখে আগুনে পুড়ে বিনষ্ট করা হয় এবং ইলিশমাছ এতিমখানায় বিতরন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অভিযানে নেতৃত্ব দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম জানান, মা-ইলিশের প্রজনন মৌসুমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে ইলিশের প্রজনন সঠিকভাবে সম্পন্ন হয় এবং মৎস্য সম্পদ সুরক্ষিত থাকে।