ব্রেকিং নিউজ
Home - উপকূল - মঠবাড়িয়ায় ভূমি সেবা সপ্তাহ শুরু

মঠবাড়িয়ায় ভূমি সেবা সপ্তাহ শুরু


মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ার আমড়াগাছিয়া ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রপ্ত), সহকারি কমিশনার (ভূমি) সৈকত রায়হান ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন। সোমবার সকালে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের দোরগোরায় সেবা প্রদানের জন্য ই-মিউটেশন, অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় ও খাজনা দেওয়াসহ নানা সেবা নিয়ে ভূমি সেবার কার্যক্রম শুরু হয় ।
এসময় বক্তব্য দেন, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার, ইউপি চেয়ারম্যান সারমিন জাহান, ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মোশারফ শরীফ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ সেলিম, প্রধান শিক্ষক মো. এাহমুদ আলম প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রপ্ত), সহকারি কমিশনার (ভূমি) সৈকত রায়হান বলেন, ভূমি সেবা সপ্তাহ উপজেলা পর্যায় পরিচালনার কথা থাকলেও জনগনের দোরগোরায় সেবা পৌছে দেয়ের লক্ষ্যে উপজেলায় একটি বুথসহ ইউনিয়নে ২৮ মে পর্যন্ত চলমান থাকবে ভূমি সপ্তাহ। তিনি আরও বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাস বিলের মতো খাজনা প্রদান, নাম জারির ফি, ভূমি উন্নয়ন ফি এখন থেকে ঘরে বসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেই দেওয়া যাবে।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও‘র মতবিনিময় সভা

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম মতবিনিময় ...