ব্রেকিং নিউজ
Home - উপকূল - মঠবাড়িয়ায় ট্রাকসহ বেইলী সেতু দেবে মহাসড়কে যান চলাচল বন্ধ

মঠবাড়িয়ায় ট্রাকসহ বেইলী সেতু দেবে মহাসড়কে যান চলাচল বন্ধ

মঠবাড়িয়া প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের মোল্লারহাট নামক স্থানে রড বোঝাই ট্রাকসহ বেইলী ব্রীজ দেবে গিয়ে আঞ্চলিক মহাসড়কে দুইদিন ধরে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। বুধবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে পাথরঘাটা মৎস্য বন্দরের সাথে ঢাকা, বরিশাল, খুলনাসহ বেশ কয়েকটি রুটের সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। ঘটনার পর থেকেই চালক ও হেলপার পালিয়ে যায়। দীর্ঘ ১০ বছর ধরে এ বেইলী সেতুটি বেহালদশা বিরাজ করছিলো। মাঝে মাঝে দায়সারা মেরামত দিয়ে এ আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলছিলো।

জানাগেছে, আজ বুধবার সকালে ঢাকা থেকে একটি রড বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-৪৪৯২) মঠবাড়িয়া পৌর শহর আসে। সড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা শ্রমিকরা ট্রাকটিকে শহর থেকে যেতে না দেয়ায় প্রায় এক কিলোমিটার দুরে মোল্লারহাট থেকে ট্রাকটি ঘুরে আসার সময় বেইলী সেতু পর হতে গেলে সেতুটি ভেঙ্গে ভেঙে খালে পড়ে যায়। পরে সেতুর দুই দিকে শত শত বিভিন্ন যানবাহন আটকা পড়ে।

স্থানীয় অটো চালক জালাল উদ্দিন বলেন, ভারী ট্রাক দেখে আমি সেতুতে উঠতে বার-বার নিষেধ করেছি। কিন্তু ট্রাক চালক কথা না শুনে সেতুটি পার হওয়ার চেষ্টা করে। এতে সেতুর নিচের এ্যাঙেল ও পাটাতন ভেঙে ট্রাকটি খালে পড়ে।
পাথরঘাটা থেকে থেকে ছেড়ে আসা বনফুল পরিবহনের সুপারভাইজার কবির হোসেন বলেন, সরকারি নির্দেশনা রয়েছে ৫ টনের বেশী ওজনের যান বহন এ সেতুতে ওঠা নিষেধ। অথচ প্রায় ৩০ টন রড বোঝাই ট্রাকটি সেতুতে ওঠার কারনে সেতু ভেঙে পড়ে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনার পর থেকে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।

এ ব্যাপারে পিরোজপুর জেলা নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার বলেন, রড বোঝাই ট্রাকটি দ্রুত অপসারণ করে সেতুটি সংস্কার কওে দ্রুত যোগাযোগ ব্যবস্থা সচল করার চেষ্টা চলছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও‘র মতবিনিময় সভা

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম মতবিনিময় ...