ব্রেকিং নিউজ
Home - উপকূল - “ঘূর্নিঝড় মোকা” মোকাবেলায় পিরোজপুর জেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা

“ঘূর্নিঝড় মোকা” মোকাবেলায় পিরোজপুর জেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা


পিরোজপুর প্রতিনিধি :
“ঘূর্নিঝড় মোকা” মোকাবেলায় পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির এক প্রস্তুতিমূলক সভা আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমানের সভাপতিত্বে এসময় পুলিশ সুপার মোঃ সাঈদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন ও সিভিল সার্জনের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারী বিভাগ, গনমাধ্যম কর্মী, রেডক্রিসেন্ট, কৃষি, পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন এসময় উপস্থিত ছিলেন।
সভায় জেলার ৭টি উপজেলায় ৫৩টি ইউনিয়নে ২১৩টি সাইক্লোন শেল্টারকে সম্পূর্ন প্রস্তুত রাখা, রেডক্রিসেন্টের ১৭শ’ সিপিসিকে প্রস্তুত রাখা, জিআর চাল, নগদ টাকা, শুকনো খাবার, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, বিদ্যুৎ, নলকূপ সচল রাখাসহ ফায়ার সার্ভিসকে প্রস্তুত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। । এছাড়াও জেলার ৫৩টি ইউনিয়ন, ৭টি উপজেলাসহ জেলায় ৬১টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হচ্ছে বলে জানান সিভিল সার্জন।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...