ব্রেকিং নিউজ
Home - উপকূল - মঠবাড়িয়ায় ভূমিহীন-গৃহহীন মুক্ত উপলক্ষে শোভাযাত্রা

মঠবাড়িয়ায় ভূমিহীন-গৃহহীন মুক্ত উপলক্ষে শোভাযাত্রা

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ‘ক’ শ্রেণিভুক্ত ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপলক্ষে আশ্রিত উপকার ভোগীরা শহরে শোভাযাত্রা বের করেছেন। বুধবার উপজেলা পরিষদ চত্বর হতে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা. জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও আশ্রয়ণে আশ্রিত উপকার ভোগীরা আংশ নেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম আশ্রিত ৮৩০ ভূমিহীন পরিবারের মাঝে জমি ও দলিল হস্তান্তর করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মী ভৌমিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈকত রায়হান, অধ্যক্ষ আজীম উল হক, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া আকন, অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু প্রমুখ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত আশ্রয়ন প্রকল্পে নদী তীরবর্তী সাপলেজা, বড়মাছুয়া, তুষখালী আমড়াগাছিয়া, গুলিশাখালী, ধানীসাফা, টিকিকাটা, বেতমোর রাজপাড়া, দাউদখালী, মিরুখালী ও মঠবাড়িয়া সদর আশ্রয়ণ প্রকল্পে ‘ক’ শ্রেণীভূক্ত ৮৩০ ভূমিহীন পরিবারের মাঝে দুই শতাংশ জমির সেমি পাকা ঘরসহ তাদের পুর্ণবাসনে নানা কর্মসূচি উপজেলা প্রশাসন তৃতীয় পর্যায় বাস্তবায়ন করেন। উপজেলার পৌরসভাসহ ১১টি ইউনিয়নের নদী তীরবর্তী ৮৩০ ভূমিহীন পরিবারে গৃহ পূর্ণবাসন কর্মসূচি সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে মঠবাড়িয় উপজেলা ভূমিহীন মুক্ত ঘোষনা করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...