ব্রেকিং নিউজ
Home - উপকূল - ভারতের গঙ্গা বিলাশের পর্যটকরা পরিদর্শন করলেন পিরোজপুরের স্বরূপকাঠির বিভিন্ন স্থান

ভারতের গঙ্গা বিলাশের পর্যটকরা পরিদর্শন করলেন পিরোজপুরের স্বরূপকাঠির বিভিন্ন স্থান


পিরোজপুর প্রতিনিধি :
নদী পথে বিশ্বের সবচেয়ে দীর্ঘযাত্রার প্রমোদতরী ভারতের ‘গঙ্গা বিলাস’ এর পর্যটকরা ঘুরে গেলেন পিরোজপুরের স্বরূপকাঠির বিভিন্ন স্থাান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় গঙ্গা বিলাশ এর যাত্রী সুইজারল্যান্ডের ২৭ জন ও ১জন জার্মান নাগরিক সকাল ১০ টায় ট্রলারযোগে স্বরূপকাঠি থানায় পৌছান। থানায় পর্যটকদের ফুল দিয়ে স্বাগত জানান সিনিয়র সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) মো. রিয়াজ হোসেন ও ওসি আবির মোহাম্মদ হোসেন। কুশল বিনিময়ের পর পর্যটকরা উপজেলা সদরের পৌর শহরের মূল বন্দর ঘুরে দেখেন। এরপর তারা সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ভাসমান কাঠের বাজার ঘুরে দেখেন। এসময় তারা বিভিন্ন ব্যবসায়ী, দোকানীদের সাথে কুশল বিনিময় করেন। পরে পর্যটকরা নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানার পেয়ারা বাগান ঘুরে ট্রলার যোগে বানারীপাড়া হয়ে বরিশালে চলে যান। সার্বক্ষনিক তাদের সাথে থেকে সহযোগীতা করেণ নেছারাবাদ থানা পুলিশ, এনএসআই, ডিএসবি কর্মকর্তাগন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও‘র মতবিনিময় সভা

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম মতবিনিময় ...