ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরে বসতঘরে অগ্নিদগ্ধ মাছ ব্যবসায়ীর মৃত্যু

পিরোজপুরে বসতঘরে অগ্নিদগ্ধ মাছ ব্যবসায়ীর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর সদর উপজেলার ভাইজোড়ায় নিজ বসত ঘরে লাগা আগুনে পুড়ে সোহেল হাওলাদার নামের এক মাছ ব্যবসায়ী মারা গেছে। আজ সোমবার ভোর রাত ৪ টার দিকে পিরোজপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের ভাইজোড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সোহেল হাওলাদার (২৮) একই এলাকার নজরুল ইসলাম হাওলাদারের পুত্র।
নিহতের বড় ভাই নাসির উদ্দিন জানান, আজ ভোর রাতের দিকে তার স্ত্রী তাকে ঘুম থেকে ডেকে জানান ঘরের পাশেই তার ভাই সোহেলের ঘরে আগুল লেগেছে। পরে তিনি ডাক-চিৎকার দিলে পরিবারের সদস্যরা সহ স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করলেও ঘরের ভিতরে ঘুমে থাকা ভাই সোহেলকে উদ্ধার করতে পারেনি তারা। সোহেলকে উদ্ধারের জন্য তিনি ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করেও তার ভাইকে ঘরের বাহিরে আনতে পারেনি। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভিয়ে ঘরের ভিতর থেকে মৃত অবস্থায় সোহেল কে উদ্ধার করে।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আব্দুর রশিদ হক জানান, স্থানীয়ভাবে খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ঘুমন্ত অবস্থায় ঘরের ভিতরে থাকা একজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের চুলা থেকে আগুনের উৎপত্তি হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও‘র মতবিনিময় সভা

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম মতবিনিময় ...