ব্রেকিং নিউজ
Home - উপকূল - বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু! উদ্ধার করলো পিরোজপুর ফায়ার সার্ভিস

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু! উদ্ধার করলো পিরোজপুর ফায়ার সার্ভিস


পিরোজপুর প্রতিনিধি
বাড়ির পার্শবর্তী আমড়া গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: রাহাত হাওলাদার (১২) নামের এক শিশু মারা গেছে। পরে গাছে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করেছে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম। উদ্ধারকৃত রাহাত হাওলাদার পিরোজপুর সংলগ্ন বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা গ্রামের তাইনুস হাওলাদারের পুত্র। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে হোগলাপাশা এলাকা থেকে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবু বকর।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, হোগলাপাশা গ্রামের রাহাত গাছে উঠে আমড়া পাড়তে গিয়ে পার্শবর্তী বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে চিৎকার করে ঝুলে থাকে। পরে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে উদ্ধারে যায় পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবু বকর এর নেতৃত্বে ফায়ারম্যান শেখ রাসেল ও মাসুদ রানাসহ অন্যান্যদের সহযোগীতায় তাকে উদ্ধার করা হয়। সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবু বকর জানান, আমরা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে উদ্ধারে যাই। পরে তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ. কে. এম. আসিফ আহমেদ জানান, রাহাতকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...