ব্রেকিং নিউজ
Home - উপকূল - মুজিববর্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে পিরোজপুরে গৃহহীন ২২৮টি পরিবার পাচ্ছেন মাথা গোঁজার ঠাঁই

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে পিরোজপুরে গৃহহীন ২২৮টি পরিবার পাচ্ছেন মাথা গোঁজার ঠাঁই

পিরোজপুর প্রতিনিধি🔴🟢
পিরোজপুরে ভুমহীন ও গৃহহীন ২২৮টি পরিবার আগামীকাল মঙ্গলবার পাচ্ছেন মাথা গোঁজার ঠাঁই হিসেবে মুজিবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের আশ্রায়নের ঘর। আজ সোমবার সকালে পিরোজপুর জেলা প্রশাসন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরি রওশন ইসলাম। সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক আরও জানান, তৃতীয় পর্যায় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় ৪০টি, নেছারাবাদ উপজেলায় ১০৩টি, ইন্দুরকানি উপজেলায় ৩০টি এবং মঠবাড়িয়া উপজেলায় ৫৫টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সূত্র জানায়, পিরোজপুর জেলার প্রায় ৫ একর সরকারি খাস জমির ওপর ২২৮টি আশ্রায়ন প্রকল্প গড়ে তোলা হয়েছে। প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ ও সুপেয় পানির ব্যবস্থা সহ ২টি শয়ন কক্ষ, ১টি বারান্দা, ১টি পাকঘর ও সৌচাগার সহ প্রতিটি ঘর নির্মানে ব্যায় হয়েছে ২ লাখ, ৫৯ হাজার ৫শ’ টাকা করে। এসময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১ম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ প্রদান কর্মসূচির অংশ হিসেবে ১হাজার ১৭৫টি এবং ২য় পর্যায়ে ২হাজার ৪টি গৃহ নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...