ব্রেকিং নিউজ
Home - উপকূল - নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় পিরোজপুরে জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন মাতুব্বর বহিষ্কার

নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় পিরোজপুরে জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন মাতুব্বর বহিষ্কার


পিরোজপুর প্রতিনিধি 🔴
পিরোজপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের তোফাজ্জল হোসেন মল্লিক এর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করায় জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন মাতুব্বরকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১০ নভেম্বর) দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক শৃঙ্খলাবিধি ও গঠনতন্ত্রের ৪৭ এর “ঠ” অনুচ্ছেদ অনুযায়ী তাকে সরাসরি বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ কে এম এ আউয়াল।
জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ কে এম এ আউয়াল ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার স্বাক্ষরিত অব্যহতি পত্র থেকে জানা যায়, আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার তোফাজ্জল হোসেন মল্লিক এর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস মার্কায় চেয়ারম্যান পদে নির্বাচন করছেন মাওলানা নাসির উদ্দিন মাতুব্বর। তাই আওয়ামীলীগের সাংগঠনিক শৃঙ্খলাবিধি ও গঠনতন্ত্র অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশ আওয়ামীলীগ ও এর সকল সহযোগী সংগঠনের সকল ধরনের পদ পদবী থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।
অব্যহতি পত্রে আরো উল্লেখ আছে যে, তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ পিরোজপুর পৌর শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি ও ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহবুব শুভকে সরাসরি গুলি করে আহত করেছেন। শুভ এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
উল্লেখ্য, মাওলানা নাসির নাসির উদ্দিন মাতুব্বর গত ৭ নভেম্বর রাতে পিরোজপুরের সদর উপজেলায় শংকরপাশা ইউনিয়নের নির্বাচনী প্রচারণা গিয়ে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুলিশ হেফাযতে রয়েছেন বলে জানিয়েছেন পিরােজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মোঃ মাসুদুজ্জামান।
এদিকে শংঙ্কপাশা ইউনিয়নে নৌকার নির্বাচনী প্রচারনা শেষে ফেরার পথে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে এবং ঘটনার মূল আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেকলীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে জেলা যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে শহরের টাউন ক্লাবরোড় থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সবাবেশে মিলত হয়।
সমাবেশে বক্তারা বলেন, পিরোজপুরে ৩ টি উপজেলার ৮ ইউনিয়নের ইউপি নির্বাচনে একটি মহল নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় সদর উপজেলার শংঙ্করপাশা ইউনিয়নে নির্বাচনী প্রচারনা শেষে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ গুলিবিদ্ধ হয়। এ ঘটনার প্রধান আসামী বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মাওঃ নাসির উদ্দিন মাতুব্বর গ্রেফতার হলেও মূল আসামীরা এখনো ঘুরে বেড়াচ্ছে। পুলিশ নাম মাত্র কয়েকজন আসামীকে গ্রেফতার দেখালেও মূল আসামীরা এখনো গ্রেফতার হয়নি এবং বিভিন্ন ভাবে তারা এলাকায় প্রভাব বিস্তার করছে তাই সাধারণ ভোটাররা আতংকিত। শুধু শংঙ্করপাশাই নয় সিকদার মল্লিক সহ বিভিন্ন উপজেলাতেই এমন দৃশ্য বিরাজমান।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...