ব্রেকিং নিউজ
Home - উপকূল - বলেশ্বর নদী থেকে বিপুল পরিমান জাল জব্দ

বলেশ্বর নদী থেকে বিপুল পরিমান জাল জব্দ


নিজস্ব সংবাদদাতা,পিরোজপুরের মঠবাড়িয়ায় ‘মা ইলিশ রক্ষায় অবরোধ কালীন’ বলেশ্বর নদে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার জাল জব্দ করেছেন প্রশাসন। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথ ভাবে ‘মা ইলিশ রক্ষার এ অভিযান পরিচালনা করেন।
শনিবার গভীর রাত পর্যন্ত উপজেলার তুষখালী থেকে খেতাছিড়া পর্যন্ত অভিযানে উপস্থিত ছিলেন, পিরোজপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, থানার এএসআই বাবুল শরীফ, মৎস্য মাঠ কর্মকর্তা মনোজ কুমার প্রমুখ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম বলেন, মা ইলিশ রক্ষায় মঠবাড়িয়ায় বলেশ্বর নদীর তুষখালী থেকে খেতাছিড়া পর্যন্ত গত ৪ তারিখ থেকে বিরতিহীন অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল শনিবার বিকেলে নদীর পাড়ে নির্বাহী ম্যজিস্ট্রেট এর উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়েছে। এ অভিযান আগামী ২২ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...