ব্রেকিং নিউজ
Home - উপকূল - মঠবাড়িয়ার লোকালয়ে বিপন্ন দুই হরিণ উদ্ধার

মঠবাড়িয়ার লোকালয়ে বিপন্ন দুই হরিণ উদ্ধার

মঠবাড়িয়া প্রতিনিধি 🔴

পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে জলোচ্ছাসে সুন্দরবন থেকে ভেসে আসা দুই হরিণ লোকালয়ে উদ্ধার হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মঠবাড়িয়ার বলেশ্বর নদ তীরবর্তী বেতমোর ইউনিয়নের উললুবাড়িয়া ও আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনীয়া গ্রামবাসির হাতে বিপন্ন দুইটি হরিণটি আটক হয়। ঘূর্ণিছঝড় ইয়াস এর প্রভাবে সুন্দরবনে জলোচ্ছাসে বিপন্ন হরিণ বলেশ্বর নদী সাঁতরে লোকালয়ে ঢুকে পড়েছে বলে ধারনা করা হচ্ছে।
স্থানীয় গ্রামবাসি মো. নজরুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মঠবাড়িয়া উপজেলার উলুবাড়িয়া গ্রামের বেরিবাধের কাছে জেলে মোস্তাফিজুর রহমানের বাড়ির বাগনে একটি হরিণ ঘোরাফেরা করছিলো। একদল তরুণ মিলে হরিণটিকে ধাওয়া করে হরিণটি আটক করে।
স্থানীয় তরুণ সমাজ সেবক মো. শাহ আলম সিকদার জানান, আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনীয়া গ্রামের একটি বাগানে একটি হরিণ ছুটাছুটি করতে দেখে গ্রামবাসি হরিণটিকে ধাওয়া করে আটক করেন।
মঠবাড়িয়া উপজেলা বন সংরক্ষক মো. ফকর উদ্দিন ঘটনা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত হরিণ দুটি সুনন্দরবন শরণখোলা রেঞ্জ এ হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...