ব্রেকিং নিউজ
Home - উপকূল - ঘূর্ণিঝড় ইয়াস পিরোজপুরের নিম্নাঞ্চল প্লাবিত

ঘূর্ণিঝড় ইয়াস পিরোজপুরের নিম্নাঞ্চল প্লাবিত

পিরোজপুর প্রতিনিধি
ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে পিরোজপুরের বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বুধবার মঠবাড়িয়া, ভান্ডারিয়া, ইন্দুরকানী, কাউখালী সহ প্রায় অধিকাংশ উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। স্থানীয়রা জানায় গত কাল রাত থেকেই বৃষ্টির সাথে সাথে পানি বৃদ্ধি পেলে রাতে এবং আজ সকালে নদীর তীরবর্তী এলাকা গুলো তলিয়ে গেছে। তবে মঠবাড়িয়ার মাঝেরচর, বড়মাছুয়া, সাপলেজা, ভান্ডারিয়ার তেলীখালী ইউনিয়নের অধিকাংশ এলাকাই প্লাবিত হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে তৎপর প্রশাসন।
সর্বদক্ষিনের জেলা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মাঝের চরে মঙ্গলবার দুপুরে বেড়িবাঁধ ভেঙ্গে এখন হুহু করে পানি প্রবেশ করছে। ভরা পূর্নিমা ও জোঁয়ারের পানির প্রবল স্রোতের তোড়ে আনুমানিক বেলা ২ টার দিকে ইউনিয়ন পরিষদের নির্মিত বেড়ীবাঁধের দুটি পয়েন্ট সম্পূর্ন ভেসে গেছে। গত আম্পানের সময়ও এ বাঁধের প্রচুর ক্ষতি হয়। কোন টেকসই বাঁধ মাঝের চরে নির্মাণ না হওয়ায় চরম আতঙ্কের মধ্যে থাকেন প্রায় দেড় হাজার পরিবারের অন্তত চার হাজার মানুষ। পিরোজপুর বন্যা নিয়ন্ত্রন কন্ট্রোল রুম সূত্র আরও জানায়, বাঁধের আরও দুর্বল কিছু অংশে ফাটল দেখা দেওয়ায় বেড়ীবাঁধটি এখন সম্পুর্ন হুমকীর মুখে রয়েছে। জেলা কন্ট্রোল রুমের দ্বায়িত্বপ্রাপ্ত অফিসার (ডিআরও) মোঃ মোজাহারুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বাঁধের দুটি অংশের অন্তত ৬০-৭০ ফুট সম্পুর্ন বিধ্বস্ত হয়েছে। এছাড়া, প্রায় ১০-১২টি মৎস্য ঘের এবং বিভিন্ন ধরনের সবজির ফসল ভেসে গেছে। বাঁধ ভাঙ্গার খবর পেয়ে বেলা ২টার দিকে মঠবাড়িয়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিলন তালুকদারসহ আরও কয়েকজন দুর্যোগ মাথায় নিয়ে বলেশ^র নদী পার হয়ে মাঝের চরে পৌচেছেন।
পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, জেলার ৭ উপজেলায় ৫৫৭টি আশ্রয় কেন্দ্র্র প্রস্তুতের রয়েছে। এ সব আশ্রয় কেন্দ্রগুলোতে থাকার জন্য উপযুক্ত করা হয়েছে। পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কঁচা, বলেশ্বর, সন্ধ্যা, কালিগঙ্গা নদীর পানি বিপদসীমার উপর থেকে অতিবাহিত হচ্ছে। নিন্মাঞ্চলের অনেক এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার লোকজনদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়ার কাজ চলছে। ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় জেলার ৫৩ টি ইউনিয়নে ১ কোটি ৩২ লাখ ৫৩ হাজার টাকা অর্থ সহায়তা দেয়া হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...