ব্রেকিং নিউজ
Home - উপকূল - সুন্দরবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

সুন্দরবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 🔴
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারাণী টহল ফাঁড়ির বনে আবারও ভয়াবহ আগুন লেগেছে। আগুনে প্রায় ১০ একর বনভূমি পুড়ে গেছে। বনসংলগ্ন গ্রামবাসী সোমবার সকালে বনের মধ্যে গাছের উপর থেকে ধোয়ার কুণ্ডলি দেখে বনরক্ষীদের খবর দেন।

শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুল মান্নান জানান, খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুনের ভয়াবহতা দেখতে পান। পরে শরণখোলা স্টেশন, দাসের ভারাণী, নাংলী, ভোলা টহল ফাড়ির ২৫-৩০ জন বনকর্মীসহ সিপিজি ও স্থানীয় শতাধিক লোক নিয়ে অগ্নিকাণ্ড এলাকায় ফায়ার লাইন কেটে আগুন কাটা হয়। কিন্তু আগুন শুকনো পাতার নিচ থেকে আরো ব্যাপক এলাকায় ছড়িয়ে পড়ছে।

ঘটনাস্থল ভোলা নদী থেকে প্রায় দুই কিলোমিটার দূরে হওয়ায় কাছাকাছি কোনো পানি নেই। ফায়ার সার্ভিসের একটি দল বনজুড়ে পাইপ লাইন স্থাপনের চেষ্টা করছে। বনবিভাগ জানায়, গাছের ঝরা পাতা পচে মিথেন গ্যাস তৈরি হওয়াশ প্রাকৃতিকভাবে এই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে, এলাকাবাসী বলছে মৌয়ালদের মধু আহরণের আগুনের মশাল থেকে এই আগুন লেগেছে।

আগুনের খবর পেয়ে পূর্ব বন বিভাগের ডিএফও মুহাম্মদ বেলায়েত হোসেন, শরণখোলা থানার ওসি ঘটনাস্থল উপস্থিত হয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...