ব্রেকিং নিউজ
Home - উপকূল - মাননীয় জেলা প্রশাসক ম‌হোদয় পি‌রোজপুর এর কা‌ছে বিন‌য়ের সা‌থে প্রশ্ন

মাননীয় জেলা প্রশাসক ম‌হোদয় পি‌রোজপুর এর কা‌ছে বিন‌য়ের সা‌থে প্রশ্ন

ক‌রোনা দু‌র্যোগে কর্মহীন অসহায় মানু‌ষেরা ত্রান সহায়তা পা‌বেন এন আই ডি/ ভি আই ডি এই বাছ‌বিচা‌রে? ———————————————————– ১| মঠবা‌ড়িয়া উপ‌জেলার ১১‌টি ইউ‌নিয়‌নের লোক সংখ‌্যা সমান সংখ‌্যক নয় কোন কোন ইউ‌নিয়নের লোক সংখ‌্যা অন‌্য ইউ‌নিয়‌নের চে‌য়ে প্রায় দ্বিগুন, যেমন ২নং সাপা, ৯নং সাপ‌লেজা ইউ‌নিয়ন সহ আর ক‌য়েক‌টি। বর্তমা‌নে বরাদ্দ রাখা হ‌য়ে‌ছে সকল ইউ‌নিয়‌নেই সমান এ ক্ষে‌ত্রে উপ‌জেলার বহু অসহায় মানুষ ত্রান সহায়তা থে‌কে বাদ যা‌চ্ছে। ২| মঠবা‌ড়িয়া পৌরসভায় বরাদ্দ রাখা হ‌য়ে‌ছে ইউ‌নিয়‌নের তিন গুন। যেখা‌নে ছিন্নমূল বি‌ভিন্ন শ্রেনী পেশার মানু‌ষেরাও বসবাস ক‌রে,এর ম‌ধ্যে র‌য়ে‌ছে দে‌শের বি‌ভিন্ন এলাকা থে‌কে আসা নির্মান শ্রমিক,হো‌টেল শ্রমিক,করাত কল শ্রমিকসহ অ‌নে‌কেই যারা কাজ কর‌তে এ‌সে আমা‌দের পৌরসভাধীন বি‌ভিন্ন ব‌স্তি‌তে বাসা ভাড়া নি‌য়ে থাক‌ছেন, এমন‌কি অ‌নে‌কে স্কুল ক‌লেজসহ বি‌ভিন্ন অ‌ফি‌সের বারান্দায়ও থাক‌ছেন।‌যোগা‌যোগ ব‌্যাবস্থা ব‌ন্ধের কার‌নে তারা না পার‌ছে তা‌দের নিজ এলাকায়‌ ফি‌রে যে‌তে না পার‌ছে ভি আই ডি কার্ড প্রদর্শন ক‌রে পৌরসভা থে‌কে ত্রান সহায়তা নি‌তে। জেলা প্রশাসক ম‌হোদ‌য়ে প্রতি আ‌বেদন ================================ এ সকল ছিন্নমূল অসহায় মানু‌ষের কথা বি‌বেচন ক‌রে উপ‌জেলা প্রশাসন কর্তৃক গ‌ঠিত ত্রান সহায়তা ক‌মি‌টি‌র অনুকু‌লে কিছু ত্রান সামগ্রী বরাদ্দ দি‌লে অসহায় মানুষেরা সরকারী সহয়তা পেত।

অনু‌রোধে–

মো: জা‌হিদ উ‌দ্দিন পলাশ

সভাপ‌তি মঠবা‌ড়িয়া প্রেস ক্লাব

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...