ব্রেকিং নিউজ
Home - উপকূল - মৃৎশিল্পির কারিগরদের বাড়িতে পৌঁছে দিলাম খাওয়ার স্যালাইন ও আর এস

মৃৎশিল্পির কারিগরদের বাড়িতে পৌঁছে দিলাম খাওয়ার স্যালাইন ও আর এস

অনলাইন ডেস্কঃ

বাংলা নববর্ষে মেলা বসতো গ্রামেে গঞ্জে।।দূরদূরান্তের মৌসুমে ব্যাবসায়ীরা সোনাকুর মৃৎশিল্পী পল্লীর কারিগরদের তৈরি হরেক রকমের মাটির খেলনা এখন থেকে
কিনে নিয়ে মেলায় নিয়ে যেতো।
করোনা ভাইরা সসংক্রম থেকে পরিন্রান পাওয়ার জন্য এখন সবাই ঘরে থাকছে।
বসেনি কোথা বৈশাখী মেলা।
তাই অলস সময় পার করছেন মৃৎশিল্পের
কারিগররা।
তীব্র তাপতাহ।ডাইরিয়া বা যে কোন ধরনের
পাতলা পায়খানা জনিত পানিসল্পতা পূরনের জন্য বুধবার পিরোজপুরের কাউখালী ২নং আমরাজুরি ইউনিয়নের সোনাকুর গ্রামের মৃৎশিল্পী কারিগরের ২৫টি পরিবার মধ্যে পানি শূন্যতা পূরনের জন্য তাদের হাতে এ স্যালাইন
তুলো দেন উপজেলা উন্নয়ন পরিষদের সভাপতি আঃ-লতিফ খসরু
তিনি কাউখালী প্রতিবন্ধী কল্যান সংস্হার সভাপতি।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...