ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরে ৩জন সহ মোট ৪জন করোনা রোগী সনাক্ত

পিরোজপুরে ৩জন সহ মোট ৪জন করোনা রোগী সনাক্ত

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে জেলায় আজ মঙ্গলবার ৩জন সহ মোট ৪জন করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগী সনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার রাতে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো: হাসনাত ইউসুফ জাকী বিষয়টি নিশ্চিত করে জানান সনাক্ত হওয়া তিন জনই যুবক এবং তারা নারায়নগঞ্জ থেকে পিরোজপুরে ফিরেছে।
সিভিল সার্জন ডা. মো: হাসনাত ইউসুফ জাকী জানান, কোভিড-১৯ সনাক্ত হওয়া রোগীদের দুই জনের বাড়ী পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামে এবং অপর এক জনের বাড়ী ভান্ডারিয়া উপজেলার জামিরতলা গ্রাম।
সিভিল সার্জন জানান, পিরোজপুর সদর উপজেলার শঙ্করপাশা ইউনিয়নের বাদুরা গ্রামের (২৪) বছর ও (৩৩) বছরের দুই যুবক এবং ভান্ডারিয়া উপজেলার জামিরতলা গ্রাম (৩০) বছরের যুবকের কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করার জন্য গতকাল সোমাবার বরিশালে পাঠানো হলে আজ তাদের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। এ নিয়ে পিরোজপুর জেলায় মোট ৪জন করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগী সনাক্ত হয়েছে। এর আগে সোমবার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নের পাতাকাটা গ্রামে নারায়নগঞ্জ থেকে ফেরা এক যুবকের করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে বরিশাল মেডিকেলে পরীক্ষা করতে পাঠানো হলে পরীক্ষায় করোনা ভাইরাস পজেটিভ আসে।
সিভিল সার্জন ডা. মো: হাসনাত ইউসুফ জাকী আরো জানান, আক্রান্ত ব্যক্তিরা বর্তমানে সবাই তাদের নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে আছে। তবে তাদের শারীরিক অসুস্থতা দেখা দিলে তাদের হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হবে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...