ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরে প্রসবের সময় নবজাতকের মাথা ছিড়ে ফেললো নার্স

পিরোজপুরে প্রসবের সময় নবজাতকের মাথা ছিড়ে ফেললো নার্স

 

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের নাজিরপুর উপজেলায় প্রসূতি মায়ের সন্তান প্রসবের সময় নবজাতকের মাথা ছিড়ে ফেললো নার্স বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকালে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন প্রসূতি আঁখি আক্তারের মা মানছুরা বেগম ।
গুরুতর অসুস্থ প্রসূতি আঁখি আক্তার (২০) জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের মুগারঝোর গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী। গুরুতর অসুস্থ ওই প্রসূতীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ ঘটানায় অভিযুক্ত দুই হলেন নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত নার্স সাথি মল্লিক ও অপু হালদার।
আঁখি আক্তারের মা মানছুরা বেগম অভিযোগ করে জানান, তার মেয়ে আখিঁ আক্তার শুক্রবার রাতে বাচ্চা প্রসবের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। সকালে তার সামান্য প্রসব ব্যাথা উঠলেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স সাথি মল্লিক ও অপু হালদার সুন্দর ভাবে বাচ্চা প্রসব করে দিবে বলে ১০ হাজার টাকা দাবী করেন। পরে বাচ্চা প্রসব করানোর জন্য ওটিতে নেয় এবং এক পর্যায়ে তারা নবজাতকের মাথা ছিড়ে নিয়ে আসে। বিষয়টি আমাদের না জানিয়ে গোপন করার চেষ্টা করে। মানছুরা বেগম বলেন,আমরা বাচ্চা প্রসাবের দেরী হওয়ার বিষয় জানতে চাইলে দেখি একটি পলিথিনে মোড়ানো নব জাতকের মাথা।
অভিযুক্ত নার্স সাথি মল্লিক ও অপু হালদার জানান, প্রসূতি আখিঁ আক্তারের বাচ্চা প্রসবের অনেক আগেই গর্ভে থাকা অবস্থায় মৃত ছিল। তাই মৃত এই বাচ্চাকে প্রসব করাতে গিয়েই এ রকম ঘটনা ঘটেছে।
এ বিষয় জানতে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলে বারীর সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি শুনেছি, রোগীর পক্ষ থেকে অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...