ব্রেকিং নিউজ
Home - অপরাধ - জনসমাগম রোধে মোবাইল কোর্টের মাধ্যমে আরো কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পিরোজপুর জেলা প্রশাসন

জনসমাগম রোধে মোবাইল কোর্টের মাধ্যমে আরো কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পিরোজপুর জেলা প্রশাসন

অনলাইন ডেস্কঃ করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমাতে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ করেছে সরকার। এছাড়া সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ৯ এপ্রিল বন্ধ দেয়া হয়েছে। তবে পরিস্থিতি বিবেচনা করে এই ছুটি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই পরিস্থিতিতে সকল্কে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন পিরোজপুর জেলা প্রশাসন। জনসমাগম রোধে মোবাইল কোর্টের মাধ্যমে আরো কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পিরোজপুর জেলা প্রশাসন।

আজ কাউখালী উপজেলার এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজস্ট্রেট জনাব শেখ রফিকুল হক কর্তৃক ০৫ টি মামলায় মোট ৪৮০০ টাকা জরিমানা করেন।

অপরদিকে আজ পিরোজপুর শহরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: ফখরুল ইসলাম সামাজিক দূরত্ব নিশ্চিতকরন ও বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত করেন।

এসময় সামাজিক দূরত্ব সম্পর্কে জনগণকে সচেতন করা হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ডবিধি, ১৮৬০ ও সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ মোতাবক ১২ জনকে ২১৫০ টাকা জরিমানা করা হয়। এছাড়া আরো ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...