Home - উপকূল - আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঠবাড়িয়ায় নারী সমাবেশ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঠবাড়িয়ায় নারী সমাবেশ

মঠবাড়িয়া প্রতিনিধি  <>

আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায়  নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

“শেখ হাসিনার বারতা- নারী পুরুষ সমতা” এ প্রতিপাদ্যকে সােমনে রেখে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায়  নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃস্পতিবার  উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার যৌথ আযোজন উপজেলা পরিষদ মিলনায়তনে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, জাতীয় মহিলা সংস্থার  সভানেত্রী এডভোকেট শাহানাজ বেগম, সাংবাদিক আবদুস সালাম আজাদী, ইউডিএফ কর্মকর্তা বিপ্লব ঠাকুর, মাঠ সমন্বয়কারি জাকির হোসেন, তথ্য কর্মী সালমা বেগম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশ ও মানুষের উন্নয়নে নারী ও পুরুষ সম অংশীদার। তাই  পুরুষের পাশাপাশি নারীকে স্ব-প্রনোদিত হয়ে কাজে এগিয়ে আসতে হবে। নারীদের আরও শিক্ষিত হয়ে সমাজ ও রাষ্ট্রে বেশী অবদান রাখা জরুরী।

Leave a Reply

x

Check Also

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. সাইফুল ইসলাম হৃদয় নামে এক শিশু নিহত ...