ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২০ পালিত

পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২০ পালিত

পিরোজপুর প্রতিনিধি <>
‘‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, পিরোজপুর এর আয়োজনে এবং টিআইবি ও সচেতন নাগরিক কমিটি (সনাক) সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উদ্যাপিত হয়েছে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার এর সামনে থেকে র‌্যালি হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। অত:পর কেন্দ্রীয় শহীদ মিনার এর সামনে বিভিন্ন সরকারি-বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক মোঃ জাকির হোসেন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খান। সমাপনী বক্তব্য প্রদান করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব নাহিদ ফারজানা সিদ্দিকী। সমাবেশে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, টিআইবি’র প্রতিনিধিবৃন্দ এবং ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যসহ চারশতাধিক নারী-পুরুষ।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...