ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ 🔸 চলছে আদালত বর্জন

পিরোজপুরে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ 🔸 চলছে আদালত বর্জন

 

পিরোজপুর প্রতিনিধি <>
আইনজীবীদের সাথে রূঢ় ও অশালীন আচারণকারী জেলা জজ আ. মান্নানের পক্ষে বিএনপির নেতাদের বক্তব্য ও বিএনপি কর্তৃক আইন মন্ত্রী আনিসুল হকের পদত্যাগ চেয়ে বিবৃতি দেয়ার প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেছে পিরোজপুরের আইনজীবীরা। বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ জেলা আইনজীবী সমিতির আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এ সময় বক্তারা পিরোজপুরের সাবেক জেলা ও দায়রা জজ আব্দুল মান্নানের বিরুদ্ধে জামায়াত-বিএনপির বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন, আইনজীবীদের সাথে রূঢ় ও অশালীন আচারণ, জামিন বানিজ্য, নিয়োগ বানিজ্য সহ বিভিন্ন অভিযোগ করেন এবং বিএনপি কর্তৃক আইন মন্ত্রী আনিসুল হকের পদত্যাগ চেয়ে যে বিবৃতি দিয়েছে তার প্রতিবাদ জানান।
তারা বলেন, জজ আব্দুল মান্নানের জেলা আদালতে আসার পরপরই তিনি শহরের বিভিন্ন মহলে ও প্রশাসনিক বিভিন্ন অফিসে গিয়ে ফুল দিয়ে নিজের পরিচয় প্রদান করেছে। শহরের একটি ক্লাবে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করে গোপনে জামায়ত-শিবির নেতা ও বিভিন্ন নাশকতার মামলার আসামীদের সাথে বৈঠক করে এবং তাদের সাথে আতাত করে তাদের বিরুদ্ধে মামলায় জামিন সহ নানা সুযোগ দিয়েছে এই জজ। এছাড়া জামিন বানিজ্যে, নিয়োগ বানিজ্যে সহ বিভিন্ন অনুষ্ঠানের নামে শহরের বিভিন্ন স্থানে বিপুল পরিমানে চাঁদাবাজি করতেন । তাই জেলা আদালতে কর্মরত আইনজীবীরা এই জজের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ স্বরুপ আইনমন্ত্রীর কাছে তার অপসারন আবেদন করে।
তারা বলেন, বিএনপির নেতাদের কান্নাই বলে দেয় জজ আব্দুল মান্নান পিরোজপুরে তিনি এজেন্ডা বাস্তবায়ন করতেন। তিনি পিরোজপুরে জজ থাকাকালিন সময়ে বিভিন্ন নিয়োগে বানিজ্যে সহ জামিন বানিজ্যে করতেন। এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির রেজুলেশন করে এই জজের আদালত বর্জণ করেছেন। এ জজ যতক্ষন পর্যন্ত পিরোজপুরে থাকাবে ততক্ষন পর্যন্ত কোন আইনজীবী আদালতে যাবেন না।
এ সময় বক্তব্য রাখেন, , জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকট এম এ হাকিম হাওলাদার, সভাপতি এসএম বেলায়ত হোসেন, সাবেক সভাপতি কানাই লাল বিশ^াস, সাধারণ সম্পাদক শহিদুল হক খান পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল শামীম, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
এদিকে জজ আব্দুল মান্নান পিরোজপুর থেকে চলে না যাওয়া পর্যন্ত চলবে আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...