ব্রেকিং নিউজ
Home - উপকূল - স্বরূপকাঠিতে কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্বরূপকাঠিতে কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পিরোজপুর প্রতিনিধি <>
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন আয়োজনের প্রক্রিয়াকে অগঠনতান্ত্রিক আখ্যা দিয়ে এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগের একাংশ। আজ শনিবার সকালে উপজেলার ইন্দেরহাটে শাইনিং ষ্টার কিন্ডার গার্টেন মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে উপজেলার পৌর ও বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় দুই সহস্রাধীক নেতাকর্মিরা অংশ নেয়। সমাবেশে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সিকদার, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক কাজী সাইফুদ্দিন তৈমুর, আওয়ামূলীগ নেতা সালাম রেজা, শ্রমিকলীগ নেতা সিরাজুল ইসলাম ফায়েজ, যুবলীগ নেতা শাহ মো. নাসির উদ্দিন ও শহিদুল ইসলাম রিপন বক্তব্য রাখেন।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল ও তার অনুসারীরা বর্তমান সংসদ সদস্য মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস এম মুইদুল ইসলাম সহ তাদের অনুসারী স্বরূপকাঠি উপজেলা আওয়ামীলীগের বহুদিনের ত্যাগী ও প্রকৃত পরিক্ষিত আওয়ামীলীগের নেতাকর্মীদের বাদ দিয়ে বিভিন্ন নির্বাচনে নৌকার বিরোধীতাকারী অনুপ্রবেশকারী হাউব্রিড আওয়ামীলীগকে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় সম্মেলনের আয়োজন করছে। এতে করে আওয়ামীলীগের প্রকৃত নেতাকর্মিরা কমিটি থেকে বাদ পড়ছেন এবং দল ক্ষতিগ্রস্থ হচ্ছে। অবিলম্বে এ ধরনের কার্যক্রম পরিহার করে প্রকৃত আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে সম্মেলন করার দাবী করেন অন্যথায় হাইব্রিডদের প্রতিহত করার ঘোষনা দেন তারা।
সভাশেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ইন্দেরহাট, মিয়ারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঠাগার চত্বরে গিয়ে শেষ হয়।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...