ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরে মুক্তিযুদ্ধ ভিত্তিক মঞ্চ নাটক ‘লাল জমিন’ মঞ্চস্থ

পিরোজপুরে মুক্তিযুদ্ধ ভিত্তিক মঞ্চ নাটক ‘লাল জমিন’ মঞ্চস্থ

পিরোজপুর প্রতিনিধি <>
মহান মুক্তিযুদ্ধের চেতনা সবার মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে মুক্তিযুদ্ধ ভিত্তিক মঞ্চ নাটক ‘লাল জমিন’ মঞ্চস্থ হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় জেলা পুলিশ লাইনসে এ নাটক মঞ্চস্থ হয়। নাটকটি রচনা করেছেন মান্নান হিরা। এতে একক অভিনয় করেছেন দেশবরণ্য মঞ্চ অভিনেত্রী মোমেনা চৌধুরী । নাটক শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি, পিরোজপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল মান্নান, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, অভিনেত্রী মোমেনা চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, আহম্মদ মাইনুল হাসান, কাজী শাহনেওয়াজ, প্রমুখ।
এর আগে সন্ধ্যায় স্থানীয় সি.ও অফিস মোড়ে বঙ্গবন্ধু চত্ত্বরে জেলা পুলিশের আয়োজনে শূন্যন রেপার্টরি থিয়েটারের প্রযোজনায় গুজব ও অপপ্রচার বিরোধী ‘মৃত্যু মৃত্যু খেলা’ পথ নাটক পরিবেশিত হয়েছে। মান্নান হিরা রচিত এবং সাজিদুর রহমান নির্দেশিত পথ নাটকটির তত্ত্বাবধানে ছিলেন শূন্যন রেপার্টরি থিয়েটারের প্রধান নির্বাহি মোমেনা চৌধুরী। পথ নাটক অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন,পুলিশ সুপার হায়তুল ইসলাম খান,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসণ) মোল্লা আজাদ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহনেওয়াজ প্রমুখ।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...