ব্রেকিং নিউজ
Home - সারাবিশ্ব - সৌদি পৌর নির্বাচনে নারী প্রার্থীদের প্রচারণা

সৌদি পৌর নির্বাচনে নারী প্রার্থীদের প্রচারণা

সৌদি আরবে অনুষ্ঠিতব্য স্থানীয় পৌর নির্বাচনে নারীপ্রার্থীরা তাদের প্রচারণা শুরু করেছেন।

দেশটিতে প্রথমবারের মতো নির্বাচনে ভোট দিতে পারবেন নারীরা। এমন কি তারা স্থানীয় এই নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারছেন।

চলতি বছরের ২২ অগাস্ট থেকে ভোটার হিসেবে সৌদি নারীদের নিবন্ধন শুরু হয়। ২১ দিন ধরে এই প্রক্রিয়া চলে।

পৌর নির্বাচনে নারীদের মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয় ৩০ অগাস্ট থেকে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল এরাবিয়া জানিয়েছে, চলতি বছরের ১২ ডিসেম্বরে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে সৌদি সরকারের পক্ষ থেকেই সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

পৌর নির্বাচনে নারীদের ভোট দেওয়া ও প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা দেওয়া হবে।

এ ব্যাপারে দেশব্যাপী ভোটার প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করছে দেশটির মিউনিসিপ্যাল অ্যান্ড রুরাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়। এসব কর্মশালায় প্রায় দেড়শ নারী প্রশিক্ষক অংশ নিচ্ছেন।

বিবিসি বলছে, প্রায় একশ নারী পৌর নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গালফ নিউজের এক খবরে বলা হয়েছে, দেশটির প্রয়াত বাদশা আবদুল্লাহর নারীদের ভোটাধিকার দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার সেই ইচ্ছার বাস্তবায়নই হচ্ছে এবারের পৌর নির্বাচনে নারীদের অংশগ্রহণের মধ্যদিয়ে।

Leave a Reply

x

Check Also

২১ ফেব্রুয়ারির পাশাপাশি ৮ ফাল্গুন লেখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আজকের মঠবাড়িয়া ডেস্ক <> বাংলাদেশে সরকারি ও বেসরকারি নথিপত্র, আমন্ত্রণপত্রসহ সব ক্ষেত্রে ২১ ফেব্রুয়ারি লেখার ...