ব্রেকিং নিউজ
Home - অপরাধ - বিশ্বজুড়ে ভ্রমণে সতর্কতা যুক্তরাষ্ট্রের

বিশ্বজুড়ে ভ্রমণে সতর্কতা যুক্তরাষ্ট্রের

ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার হুমকির মুখে দেশের নাগরিকদের বিশ্বজুড়ে ভ্রমণের ওপর সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এটি বলবৎ থাকবে।

বিবিসির খবরে জানা যায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আইএস, আল কায়দা, বোকো হারামসহ বেশ কয়েকটি জঙ্গি দল বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে বলে তাঁদের কাছে খবর আছে। গত কয়েক দিনে ফ্রান্স, রাশিয়া ও মালিসহ বেশ কয়েকটি দেশে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে।

থ্যাংকস গিভিং ডে এর আগে নিউইয়র্কে কড়া নিরাপত্তা। ছবি: রয়টার্স

থ্যাংকস গিভিং ডে এর আগে নিউইয়র্কে কড়া নিরাপত্তা। ছবি: রয়টার্স

এই সতর্কতায় মার্কিন নাগরিকদের জনবহুল জায়গা এবং ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগেও ২০১১ ও ২০১৩ সালে যুক্তরাষ্ট্র এ রকম সতর্কতা জারি করে। আগামী বৃহস্পতিবার থ্যাংকস গিভিং ডে উপলক্ষে মার্কিন নাগরিকেরা ভ্রমণে বেরিয়ে পড়বেন। এই উৎসবকে সামনে রেখে যুক্তরাষ্ট্র এমন সতর্কতা জারি করল।

এদিকে বেলজিয়াম এর রাজধানী ব্রাসেলসে আরও এক সপ্তাহ সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে। গত ১৩ নভেম্বর প্যারিসে জঙ্গি হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর ওই ধরনের হামলার আশঙ্কা করছে দেশটি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...