ব্রেকিং নিউজ
Home - সারাবিশ্ব - ভারতে নিজ দপ্তরে গুলিতে মেয়র নিহত

ভারতে নিজ দপ্তরে গুলিতে মেয়র নিহত

ভারতে অন্ধ্রপ্রদেশের চিত্তর শহরের মেয়রকে তার নিজ দপ্তরে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় হামলাকারীরা।

ভারতীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, বোরখা পরিহিত অন্ততপক্ষে তিন ব্যক্তি মেয়র কাতারি অনুরাধাকে গুলি ও ছুরিকাঘাতে হত্যা করে।

হত্যার কারণ শেষ খবর পাওয়া পর্যন্ত নির্ধারণ করতে পারেনি পুলিশ।

হামলার ঘটনায় অনুরাধার স্বামীও গুরুতর আহত হয়েছেন। ঘটনার সময় তিনিও মেয়রের দপ্তরেই ছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

চিত্তর মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের কার্যালয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় কার্যালয়ের কর্মীরা হামলাকারীদের ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু তারা পালিয়ে যেতে সক্ষম হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্রকে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জি শ্রীনিবাস জানিয়েছেন, তারা বেশ কয়েকটি দিক থেকে হত্যাকাণ্ডটিকে বিবেচনা করে দেখছেন। এর মধ্যে পুরনো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে নতুন শত্রুদের বিষয়গুলোও বিবেচিত হচ্ছে।

বোরখাপরা হামলাকারীরা জোর করে মেয়র অনুরাধার দপ্তরে প্রবেশ করে এবং হামলা চালিয়ে পালিয়ে যায়। পরে দুই ব্যক্তি নিজেদের পুলিশের কাছে সোপর্দ করে বলে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। তবে এরা হামলাকারী না অন্য কোনো সন্দেহভাজন, তা নিশ্চিত হওয়া যায়নি।

মেয়র হত্যার পর চিত্তরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। প্রতিবেশী রাজ্য তামিল নাড়ুর সঙ্গে সীমান্ত বন্ধ করে হত্যাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

Leave a Reply

x

Check Also

২১ ফেব্রুয়ারির পাশাপাশি ৮ ফাল্গুন লেখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আজকের মঠবাড়িয়া ডেস্ক <> বাংলাদেশে সরকারি ও বেসরকারি নথিপত্র, আমন্ত্রণপত্রসহ সব ক্ষেত্রে ২১ ফেব্রুয়ারি লেখার ...