ব্রেকিং নিউজ
Home - অপরাধ - প্যারিসে পুলিশি অভিযানে গোলাগুলি, নিহত ২

প্যারিসে পুলিশি অভিযানে গোলাগুলি, নিহত ২

ফ্রান্সে জঙ্গি হামলায় জড়িতদের খোঁজে প্যারিসে একটি শহরতলীর ফ্ল্যাটে পুলিশি অভিযান চলাকালে বিস্ফোরণ ও গোলাগুলিতে দুইজন নিহত হয়েছে।

নিহতদের একজন সন্দেহভাজন এক নারী। সে বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করে।
ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করেছে পুলিশ। ৭ ঘণ্টার এ অভিযান আপাতত শেষ হয়েছে বলে জানিয়েছে ফ্রান্স সরকার।
শুক্রবারের ভয়াবহ হামলার আতঙ্ক না কাটতেই বুধবার সকালের দিকে গোলাগুলি আর বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে প্যারিসের সান্দেনি শহরতলীর বাসিন্দাদের।
এ এলাকার একটি ভবনে প্যারিস হামলার হোতা মরোক্কো বংশদ্ভূত বেলজিয়ান নাগরিক আবদেল হামিদ আবাউদ অবস্থান করছেন, এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।
ফ্রান্সের বিএফএমটিভি জানিয়েছে, পুলিশের অভিযানের মুখে ভবনের ভেতর বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটায় এক তরুণী। সে আবাউদেরই এক আত্মীয়।
আরেকজন সন্দেহভাজন গ্রেনেড এবং পুলিশের গুলিতে নিহত হয় বলে জানিয়েছে বিবিসি ।
সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে প্যারিসসহ দেশজুড়ে তল্লাশি অভিযান জোরদার করেছে ফ্রান্স। প্যারিসে হামলায় জড়িতদের খোঁজে ফ্রান্সের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশেও চলছে পুলিশি অভিযান

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...