ব্রেকিং নিউজ
Home - সারাবিশ্ব - টাইম ম্যাগাজিনের বিচারে ২০১৫ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ : জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল

টাইম ম্যাগাজিনের বিচারে ২০১৫ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ : জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল

টাইম ম্যাগাজিনের বিচারে ২০১৫ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ হয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকীটি এই নির্বাচনের ক্ষেত্রে ইউরোপে শরণার্থী সংকট এবং গ্রিসের ঋণ নিয়ে সংকট মোকাবেলায় মেরকেলের ভূমিকার কথা উল্লেখ করেছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

“মেরকেল অবিচলিতভাবে এমন এক বিশ্বে নৈতিক নেতৃত্ব দিয়েছেন, যেখানে এর অভাব রয়েছে,” বলেছেন টাইমের সম্পাদক ন্যান্সি গিবস।

মেরকেল টাইমের ‘পারসন অব দ্য ইয়ার’ হওয়ার খবরের প্রতিক্রিয়ায় তার মুখপাত্র স্টেফান সিবট বলেন, “আমি নিশ্চিত চ্যান্সেলর এটাকে তার কাজের অনুপ্রেরণা হিসেবে নেবেন।”

 মেরকেল

গত মাসে চ্যান্সেলর হিসেবে ১০ বছর পূর্তি উদযাপন করেছেন মেরকেল।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত কয়েক বছর ধরে মেরকেলকে দেখা হয় সাবধানী নেতা হিসেবে, যিনি সাধারণত ঝুঁকি এড়িয়ে চলেন এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে জনমতের ওপর গুরুত্ব দেন।

তবে গত বছর ইউক্রেইন সংকটে তার নেতৃত্ব, কয়েক মাস আগে গ্রিসকে ইউরোজোনে রাখতে চুক্তিতে পৌঁছাতে তার ভূমিকা এবং শরণার্থী সংকট মোকাবেলায় তার অবস্থানে এই দৃষ্টিভঙ্গি বদলেছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধকবলিত এলাকা থেকে যাওয়া হাজারো শরণার্থী গত অগাস্টে হাঙ্গেরিমুখী হলে মানবিক সংকটের ঝুঁকি দেখা দেয়। এ পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের আশ্রয় দেওয়ার বিধান স্থগিত করে এই শরণার্থীদের জার্মানিতে ঢুকতে দেন মেরকেল।

এ তালিকায় মেরকেলের পরে জঙ্গি গোষ্ঠী আইএসের নেতা আবু বকর আল-বাগদাদী এবং তারপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের নাম এসেছে।

Leave a Reply

x

Check Also

২১ ফেব্রুয়ারির পাশাপাশি ৮ ফাল্গুন লেখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আজকের মঠবাড়িয়া ডেস্ক <> বাংলাদেশে সরকারি ও বেসরকারি নথিপত্র, আমন্ত্রণপত্রসহ সব ক্ষেত্রে ২১ ফেব্রুয়ারি লেখার ...