ব্রেকিং নিউজ
Home - অপরাধ - যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে একের পর এক সন্ত্রাস চলছেই

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে একের পর এক সন্ত্রাস চলছেই

যুক্তরাষ্ট্রে সম্প্রতি বন্দুকহামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। বুধবার ক্যালিফোর্নিয়ার স্যান বার্নার্ডিনো শহরের একটি প্রতিবন্ধী সেবাকেন্দ্রে দুই বন্দুকধারীর গুলিতে ১৪ জন নিহত হন।

হামলাকারী দম্পতিও পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন। এ হামলায় আহত হয়েছেন ১৭ জন।

দেশটিতে কয়েকবছর ধরেই বন্দুকধারীদের অতর্কিত হামলায় হতাহতের ঘটনা ঘটছে। নিচে কয়েকটি ঘটনার পরিসংখ্যান তুলে ধরা হল:

ভার্জিনিয়া টেক

ভার্জিনিয়ার ব্ল্যাকসবার্গে অবস্থিত ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ে ২০০৭ সালের ১৬ এপ্রিল এক বন্দুকধারীর গুলিতে ৩২জন নিহত হন। বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন।

স্যান্ডি হুক

কানেকটিকাটের নিউটাউনে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে ২০১২ সালের ১৪ ডিসেম্বর এক বন্দুকধারীর গুলিতে ২০শিশু নিহত হয়। হামলাকারী বন্দুকধারীও আত্মহত্যা করেন।

কলামবাইন

কলোরাডোর লিটলটনে কলামবাইন হাই স্কুলে ১৯৯৯ সালের ২০ এপ্রিল ভারী অস্ত্রে সজ্জিত দুই কিশোর বয়সীর হামলায় ১২ জন ছাত্র ও একজন শিক্ষক নিহত হন। এ ঘটনায় আহত হন ২০ জন। হামলাকারী দুজনেই আত্মহত্যা করেন।

ইমিগ্রেশন সেন্টার

নিউইয়র্কের বিংহ্যামটনের ইমিগ্রেশন সার্ভিস সেন্টারে ২০০৯ সালের ৩ এপ্রিল একজন ভিয়েতনামিজ অভিবাসী এলোপাতাড়ি গুলি চালিয়ে ১৩ জনকে হত্যা করেন। এরপর নিজেও আত্মহত্যা করেন।

ফোর্ট হুড

টেক্সাসের ফোর্ট হুডে ২০০৯ সালের ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিতে একজন সশস্ত্র ব্যক্তি গুলি চালিয়ে ১৩জনকে হত্যা করেন। এ ঘটনায় আহত হন ৩২জন। অস্ত্রধারী ওই হামলাকারী মার্কিন সেনাবাহিনীর একজন মেজর ও মনোচিকিৎসক। এ ঘটনায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

ওয়াশিংটন নেভি ইয়ার্ড

সরকারের ঠিকাদার হিসেবে নিয়োজিত যুক্তরাষ্ট্রের নেভির অতিরিক্ত বাহিনীর সাবেক এক কর্মী ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর গুলি চালিয়ে ১২জনকে হত্যা করেন। ওই ঘটনায় আহত হয়েছিলেন আটজন। হামলাকারী পুলিশের গুলিতে নিহত হন।

কলরাডোর একটি সিনেমা হলে নির্বিচার হত্যাকাণ্ডের ঘটনায় আসামি জেমস হোমসকে ৩৩১৮ বছরের কারাদণ্ড দেয় আদালত। ছবি: রয়টার্স

কলরাডোর একটি সিনেমা হলে নির্বিচার হত্যাকাণ্ডের ঘটনায় আসামি জেমস হোমসকে ৩৩১৮ বছরের কারাদণ্ড দেয় আদালত। ছবি: রয়টার্স

কলরাডোর একটি সিনেমা হলে নির্বিচার হত্যাকাণ্ডের ঘটনায় আসামি জেমস হোমসকে ৩৩১৮ বছরের কারাদণ্ড দেয় আদালত। ছবি: রয়টার্স

কলরাডোর ডেনভার শহরের অরোরা এলাকার এক মাল্টিপ্লেক্স সিনেমা হলে ২০১২ সালের ২০ জুলাই হলিউডের ব্যাটম্যান সিরিজের ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ ছবিটির রাত্রিকালীন প্রদর্শনী চলাকালে মুখোশধারী এক ব্যক্তি আধাস্বয়ংক্রিয় রাইফেল, শটগান ও পিস্তল দিয়ে গুলি চালিয়ে ১২জনকে হত্যা করেন। এই হামলায় আহত হয়েছিলেন ৭০ জন। বিচারে হামলাকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

ওয়াংশিংটনে চোরাগোপ্তা হামলা

ওয়াশিংটনে ২০০২ সালের অক্টোবরে দুইব্যক্তি দূরপাল্লার বন্দুক দিয়ে ১৩ ব্যক্তির ওপর চোরাগোপ্তা হামলা চালান। এতে ১০ জন নিহত হন।

অরেগন কলেজ

অরেগনের রোজবার্গ শহরে অ্যাম্পকুয়া কমিউনিটি কলেজের ক্যাম্পাসে ২০১৫ সালের ১ অক্টোবর এক ব্যক্তির গুলিতে নয়জন নিহত হন। এতে আহত হন আরো সাতজন। পরবর্তী সময়ে পুলিশের গুলিতে হামলাকারী মারা যান।

চার্লসটনে চার্চে হামলা

সাউথ ক্যারোলাইনার চার্লসটনে কৃষ্ণাঙ্গ অধ্যুষিত একটি চার্চে ২০১৫ সালের ১৭ জুন এক শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীর গুলিতে নয়জন কৃষ্ণাঙ্গ প্রাণ হারান। সন্দেহভাজন এই হামলাকারীর বিচার চলছে।

টেক্সাসে রেস্টুরেন্টে হামলা

টেক্সাসের ওয়াকোয় একটি রেস্টুরেন্টে ২০১৫ সালের ১৭ মে বিবদমান দুটি মটরসাইকেল চক্রের মধ্যে গোলাগুলিতে নয়জন নিহত হন। এ ঘটনায় ১৭০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নানার হাতে নিহত পুরো পরিবার

ফ্লোরিডার বেল-এ ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর একজন ব্যক্তি তার কন্যা ও ছয় নাতি-নাতনিকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন।

ওইকোস বিশ্ববিদ্যালয়

ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের ওইকোস বিশ্ববিদ্যালয়ে ২০১২ সালের ২ এপ্রিল সাবেক এক ছাত্রের গুলিতে সাত ছাত্র নিহত হন। হামলাকারীর বিচার চলছে।

শিখ মন্দিরে হামলা

উইসকনসিনের ওয়াক ক্রিকের একটি শিখ মন্দিরে ২০১২ সালের ৫ অগাস্ট এক শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীর গুলিতে সাতজন নিহত হন। পরবর্তী সময়ে এক পুলিশের গুলিতে আহত হওয়ার পর হামলাকারী নিজের গুলিতে আত্মহত্যা করেন।

গুলিবর্ষণে নিহত হওয়ার আগে টেলিভিশন সাংবাদিক অ্যালিসন পার্কারের এই ছবিটি ধরা পড়েছে ভিডিওতে। ছবি: ডাব্লিওডিবিজে-সেভেন

গুলিবর্ষণে নিহত হওয়ার আগে টেলিভিশন সাংবাদিক অ্যালিসন পার্কারের এই ছবিটি ধরা পড়েছে ভিডিওতে। ছবি: ডাব্লিওডিবিজে-সেভেন
ফ্লোরিডায় অ্যাপার্টমেন্টে হামলা

ফ্লোরিডার হাইলিয়ায় একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ২০১৩ সালের ২৬ জুলাই এক ব্যক্তির গুলিতে ছয়জন নিহত হন। হামলাকারী পুলিশের গুলিতে মারা যান।

অ্যারিজোয়ায় কংগ্রেসম্যান হত্যা প্রচেষ্টা

অ্যারিজোনা অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান গ্যাব্রিয়েল গিফোর্ডস ২০১১ সালের ৮ জানুয়ারি টুসনে এক বন্দুকধারীর হত্যা প্রচেষ্টার শিকার হন। এ হামলায় ছয়জন নিহত হন। গিফোর্ডসসহ ১৩ জন আহত হন।

পরিবার পরিকল্পনা ক্লিনিকে হামলা

কলোরাডোর একটি পরিবার পরিকল্পনা ক্লিনিকে ২০১৫ সালের ২৭ নভেম্বর একব্যক্তি গুলি চালিয়ে তিনজনকে হত্যা করেন। এ ঘটনায় আহত হয়েছেন নয়জন। পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করেছে।

টেলিভিশন সাংবাদিক

17.+Journalist

ভার্জিনিয়ার রোয়ানকে ২০১৫ সালের ২৬ অগাস্ট একটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার চলাকালে সাবেক সহকর্মীর গুলিতে একজন নারী টেলিভিশন সাংবাদিক নিহত হন। হামলাকারী ব্যক্তিও আত্মহত্যা করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...