ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় যৌতুকের দাবিতে নির্যাতন : হাসপাতালে কাতরাচ্ছে কলেজ ছাত্রী গৃহবধূ

মঠবাড়িয়ায় যৌতুকের দাবিতে নির্যাতন : হাসপাতালে কাতরাচ্ছে কলেজ ছাত্রী গৃহবধূ

বিশেষ প্রতিনিধি >
পিরোজপুরের মঠবাড়িয়ায় সুমাইয়া আক্তার (১৯) নামে এক কলেজ ছাত্রী গৃহবধূর ওপর নির্মম নির্যাতন চালিয়েছে সৌদি প্রবাসি স্বামী ও তার পরিবারের লোকজন। গত তিন দিন ধরে গুরুতর অবস্থায় নির্যাতিত ওই করেজ ছাত্রী বরিশাল শেরে ই বাংলা মেডিকেল হাসপাতালে(শেবাচিম) মৃত্যুর সাথে লড়ছে। যৌতুকের পাঁচ লাখ টাকার দাবি পূরণ করতে না পরায় স্বামী ও শ্বাশুরী, ননদ মিলে কলেজ ছাত্রী গৃহবধূকে নির্মমভাবে মাধর করে বলে নির্যাতিত কলেজ ছাত্রী পরিবারের অভিযোগ । এ ঘটনায় আহত গৃহবধূর বাবা উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মিজানুর রহমান বাদী হয়ে মেয়ের জামাই উপজেলার সাপলেজা ইউনিয়নের বাদুরতলী গ্রামের সৌদি প্রবাসি মো. শাহিন মিয়া, শ্বশুর চাঁন মিয়া, শাশুড়ি হালিমা বেগম, ননদ কারিমা আক্তার ও ননদের জামাই সাইফুল ইসলামকে আসামী করে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শনিবার রাতে একটি মামলা দায়ের করেন।

থানা ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের ক্ষুদ্র ব্যাবসায়ী মিজানুর রহমানের মেয়ে ও পৌর শহরের মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তারকে গত ২০১৫সালের ডিসেম্বরে উপজেলার বাদুরতলী গ্রামের প্রবাসী চাঁন মিয়ার ছেলে সৌদি প্রবাসী শাহিন মিয়ার সাথে পারিবারিক সম্মতিতে বিয়ে হয়। বিয়ের পর তার কনের বাবা বিভিন্ন উপঢৌকন দিয়ে স্বামীর বাড়িতে তুলে দেন। তিন মাস যেতে না যেতেই স্ত্রীকে না জানিয়ে শাহিন গোপনে বিদেশে চলে যায়। এরপর থেকে জামাই শাহিন সৌদি বসে মোবাইল ফোনে স্ত্রীকে জানায় পাঁচ লাখ টাকা যৌতুক না দিলে তাকে তালাক দেওয়া হবে। দাবিকৃত যৌতুকের টাকা সুমাইয়ার দরিদ্র বাবা দিতে অপরাগতা প্রকাশ করে। এতে ক্ষুব্দ হয়ে প্রবাসী স্বামী ও শ্বশুরের নির্দেশে গত শনিবার সন্ধ্যায় শ্বাশুরী, ননদ ও ননদের জামাই মিলে এলোপাতাড়ি মারধর করলে মারত্মক আহত করে । এরপর মুঠোফোনে সুমাইয়ার বাবার বাড়িতে খবর দেয়। খবর পেয়ে সুমাইয়ার বাবার বাড়িরের লোকজন এসে অজ্ঞান অবস্থায় উদ্ধার তাকে করে । গুরুতর অবস্থায় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই রাতেই আশংকজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনার পর আহত সুমাইয়ার শ্বশুর বাড়ির লোকজন পলতক রয়েছে।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত আসাম দের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...