ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় কলেজ ছাত্রী অপহরণের ১১ দিনেও উদ্ধার হয়নি

মঠবাড়িয়ায় কলেজ ছাত্রী অপহরণের ১১ দিনেও উদ্ধার হয়নি

মঠবাড়িয়া প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়ায় বখাটে কর্তৃক এক কলেজ ছাত্রী অপহরণের ১১ দিনেও থানা পুলিশ উদ্ধার করতে পারেনি। পরিবারের দাবি বড় বোনকে বিয়ে করতে ব্যর্থ হয়ে অভিযুক্ত বখাটে ছোট বোনকে অপহরণ অপহরণ করে নিয়ে যায়।
গত ২ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে উপজেলার ছোট শৌলা গ্রামের সড়কে কলেজে যাওয়ার পথে ওই কলেজ ছাত্রীকে একই গ্রামের বখাটে জসিম হাওলাদার অপহরণ করে। অপহৃত মেয়েটি পাশ্ববর্তী ভান্ডাািরয়া উপজেলার সিংহখালী স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণীতে লেখা পড়া করছে।

ভূক্তভোগি কলেজ ছাত্রীর পরিবার সূত্রে জাাগেছে, উপজেলার বাঁশবুনীয়া গ্রামের অপহৃত ওই কলেজ ছাত্রীর বড়বোনকে জোর পূর্বক বিয়ের জন্য পার্শ্ববর্তী বড়শৌলা গ্রামের ফিরোজ হাওলাদারের বখাটে ছেলে জসিম হাওলাদার দীর্ঘদিন ধরে পথে ঘাটে উত্ত্যক্ত করে আসছিল। এক পর্যায়ে বড় বোনকে গত ঈদের পর তার পরিবার ঢাকায় নিয়ে বিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে জসিম হাওলাদার তার সাত সহযোগি মিলে গত ২ফেব্রুয়ারী বৃহস্পতিবার কলেজে যাওয়ার পথে ছোট বোনকে পথ থেকে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ভূক্তভোগি কলেজ ছাত্রীর বাবা জাকির সিকদার বাদি হয়ে পরের দিন অভিযুক্ত বখাটে জসিম হাওলাদারসহ নয়জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। অপহরণ ঘটনার পর পুলিশ কলেজ ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালালেও গত ১১ দিনেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। পুলিশের দাবি ওই কলেজ ছাত্রীকে উদ্ধারে খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালাচ্ছে।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর ওই বখাটের ভগ্নিপতি শহিদুল নামের এক আসামী রিমান্ডে আছে। অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধারে পুলিশী অভিযান অব্যহত আছে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...