ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - অত:পর সংবাদপত্র বিক্রেতা সুলতানের স্বপ্ন সাইকেল

অত:পর সংবাদপত্র বিক্রেতা সুলতানের স্বপ্ন সাইকেল

দেবদাস মজুমদার >

সুলতান আহম্মেদকে আমি জীবনে কখনও হকার বলে ডাকিনি। হকার শব্দটা আমার ভাল লাগেনা। ফেরীওয়ালাও না। আমি বিক্রেতা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাদের উপকূলে যারা আমরা সংবাদপত্রে কাজ করি তাদের অতি আপন সংবাদপত্র বিক্রেতা একজন সুলতান আহম্মদ । আপন জনপদে অতি আপন এক মুখ। দারুণ উচ্ছল ও হাসিখুশী মানুষটির পেশা পথে ঘাটে সংবাদপত্র বিক্রয় । অভাবী মানুষের মুখ। তবু সে দিনভর উচ্ছল আর কর্মমুখর। উপকূলে সংবাদপত্র বিক্রয় করে তার ঘর সংসার চলে। বিক্রি করেন মঠবাড়িয়া শহর থেকে পাথরঘাটার শতকর, লেমুয়া, কাকচিড়া ও মানিকখালী গ্রাম্য হাটে।এই পেশা তাঁর ৩০ বছর ধরে। কত আয় হয় দিনে ..২০০ অথবা ৩০০ টাকা । কখনও তারও কম। পত্রিকা আসলে নেশা ..নেশার একটা সুখ আছে । ভরপেট ভাত না জুটুক তবু সুলতানের কর্মের সকাল আসে খবরের কাগজে। সেই সাঝ সকালে ‍উপকূলীয় বরগুনার পাথরঘাটার লেমুয়া বাজার থেকে সড়ক পথে মঠবাড়িয়া শহরে আসেন। তারপর মঠবাড়িয়ার এজেন্টদের নিকট হতে নানা সংবাদপত্র সংগ্রহ করে শুর করে ফেরী। পত্রিকা ফেরী করে দিন কাটে উপকূলের পথে পথে । বেশীরভাগ সময়ই তার দুপুরে খাওয়া হয়না। আর বাড়ি ফিরতে রাত নামে তখন হয়ত পরিবারের স্বজনারও ঘুমে। এই হচ্ছে উপকূলের সুলতান।

সম্প্রতি সংবাদপত্র বিক্রেতা সুলতানকে নিয়ে মঠবাড়িয়ার তরুণ সংবাদকর্মী শিবাজী জুমদার শিবু তার ফেসবুক টাইম লাইনে সুলতানকে নিয়ে একটা স্টাটাস দেন । তিনি লেখেন, জীর্ণ শীর্ণ একটি সাইকেল ছিল। শেষমেশ তাও নেই। অভাবের সংসার। কলেজ পড়ুয়া মেয়ে ঘরে। দিনশেষে অায় হয় মাত্র ২০০ -২৫০ টাকা। প্রতিদিনকার তাকে চলতে হয় ৬০ কিলোমিটার পথ। বাস, রিকসা ভাড়া দেয়ার পরে কি ইবা থাকে! ৩০ বছরের পেশা। ছাড়তে পারছেন না বয়সের ভার ও মায়ার কারণে। পুরাতন একটি সাইকেল থাকলেও সুলতানের গাড়ি ভাড়া বেঁচে যেত। সংসারের ঘানি টানতেই তো কুলিয়ে উঠতে পারছেন না — সাইকেল কিনবেন কেমন করে।
ওই স্টাটাসে সুলতানের সাইকেল স্বপ্নটা ধরা দেয় ।

অনলাইন মিডিয়ার দুই প্রবাসি আজকের মঠবাড়িয়ার প্রকাশক ও সম্পাদক মো. মেহেদী হাসান বাবু ও মঠবাড়িয়া নিউজ ডটকমের প্রতিষ্ঠাতা মো. সাইদুল হক খান যৌথভাবে এগিয়ে আসেন। তারা দুজন মিলে সুলতানের জন্য সাইকেল, একটা ব্যাগ আর একটা ছাতা ক্রয়ের প্রবাস থেকে টাকা পাঠান । সুলতানের জন্য সবকিছু কেনা হয়ে যায়। অত:পর সংবাদপত্র বিক্রেতা সুলতানের স্বপ্ন সাইকেল বাস্তবে আলোর মুখ দেখে।

আর এ কর্মসূচিটি বাস্তবায়নে যাবতীয় সমন্বয় করেন মঠবাড়িয়ার সোশাল জার্নালিস্ট গ্রুপ নামে সামাজিক সংগঠনের অন্যতম উদ্যোক্তা মো. মোস্তাফিজ বাদল।

তিনি জানান, আজ শুক্রবার( ২০ জানুয়ারী) সকাল ১০টায় মঠবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সুলতানের স্বপ্নের উপহার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও সোশাল জার্নালিস্ট গ্রুপের সদস্যারা উপস্থিত থাকবেন।
সংবাদপত্র বিক্রেতার স্বপ্ন সাইকেল পূরণের মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে পিরোজপুর জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ এ মহতী উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...