ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - কাঁঠালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন তালুকদারের ইন্তেকাল : শিল্পমন্ত্রীর শোক

কাঁঠালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন তালুকদারের ইন্তেকাল : শিল্পমন্ত্রীর শোক

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি >
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, চেঁচরী রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বানাই রাবেয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মহিউদ্দিন তালুকদার মনি আর নেই। তিনি আজ বুধবার দুপুর ২টা ২০মিনিটে ঢাকার মীরপুর ডেলটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শিল্পমন্ত্রি আলহাজ্ব আমির হোসেন আমু, সাংসদ বজলুল হক হারুন, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার দুলাল সাহা, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এমাদুল হক মনির, ইউএনও ডাঃ শরীফ মুহম্মদ ফয়েজুল আলম, অফিসার ইনচার্জ জাহিদ হোসেন, বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ কেন্দ্রিয় কমিটির মহা-সচিব দৈনিক ও শতকণ্ঠ পত্রিকার সম্পাদক জাহাঙ্গির হোসেন মনজু, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক লিয়াকত হোসেন তালুকদার,কাঠালিয়া তফাজ্জল হোসেন (মানিক মিয়া) ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহতাব উদ্দিন, মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম কামরুজ্জামান, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল বসার বাদশা, কাঠালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যবৃন্দ ও সু-শাসনের জন্য নাগরিক সুজন সভাপতি অধ্যাপক আবদুল হালিম, সাধারন সম্পাদক প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক ফারুক হোসেন খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারি কমান্ডার নারায়ণ চন্দ্র কাঞ্জিলাল বাবুল ঠাকুর, প্রেস ক্লাবের সভাপতি সিকদার মো.কাজল, চেঁচরী রামপুর ইউনিয়ন কমান্ডার আলতাফ হোসেন হাওলাদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠন উপজেলা কমান্ডারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
আগামী বৃস্পতিবার বেলা ১১টায় উপজেলার বানাই স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা শেষে বানাই গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...