ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - আবুল কালামের ভ্রাম্যমান সার্কাস

আবুল কালামের ভ্রাম্যমান সার্কাস

কাউখালী প্রতিনিধি >
আবুল কালাম আজাদ এক সময় সার্কাস পার্টিতে খেলা দেখিয়ে জীবন-জীবিকা চালাতেন। কিন্তু সার্কাস পার্টি বিলুপ্ত হয়ে গেরে আবুল কালাম কর্মহীন হয়ে পড়েন। তবু সে হাল ছাড়েননি।
জীবন জীবিকার তাগিদে সুদূর সাতক্ষীরা থেকে মো: আবুল কালাম আজাদ একটি ইঞ্জিন চালিত বড় ভ্যানে করে দেশের বিভিন্ন অঞ্চলের গ্রামে গঞ্জে নিজেই ভ্রাম্যমান সার্কাস প্রদর্শন করে আসছেন। নিজের পরিবার নিয়ে এভাবে খেলা দেখিয়ে সারা দেশ ঘুরে বেড়ায়। শিশু কিশোর বৃদ্ধসহ সকল ধরনের মানুষকে একটু বিনোদন দেওয়ার নিমিত্তে সার্কাস প্রদর্শন করে থাকে। এই জীবন আর জীবিকা ।
পিরোজপুরের কাউখালীর কেউন্দিয়া হাই স্কুল মাঠে শনিবার রাতে প্রদর্শিত হলো আবুল কালামের ভ্রাম্যমাণ সার্কাস। গ্রামের শত শত মানুষ স্কুল মাঠে এ ভ্রাম্যমান সার্কাস দেখে মুগ্ধ হন। 15
আবুল কালাম জানান, বাংলাদেশের ঐতিহ্যবাহী ব্রিটিশ আমলে তৈরী দি লক্ষ্মণ দাস রয়েল বেঙ্গল সার্কাস পার্টিতে দীর্ঘদিন কর্মরত থাকার পরে সার্কাস পার্টি বিলুপ্ত হওয়ার কারণে অভাব অনটনের সংসারে পরিবারকে বাঁচিয়ে রাখার তাগিদে পারিবারিকভাবেই ভ্রাম্যমান সার্কাস প্রতিষ্ঠা করে গ্রামে গঞ্জে ছুটে চলা। বিনা টিকিটে গ্রামে গঞ্জের মানুষদের চিত্তবিনোদনের এ ধরনের মাধ্যম এই প্রথম সবাই তাকে মানবিক সহায়তার জন্য সাহায্যের হাতও বাড়িয়ে দেন। আবুল কামাল জানান, তার এই ভ্রাম্যমাণ সার্কাস প্রদর্শনের সময় যে যা পারেন সেই খুশি হয়ে সাহায্য করেন। সেই অর্থ দিয়েই তার সংসার চলে।
আবুল কালামের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আবদুল লতিফ খসরু। তিনি এই পরিবারটিকে আর্থিক সহায়তা ও শীত নিবারনের জন্য কম্বল বিতরণ করছেন।
তিনি বলেন, বাংলার ঐতিহ্য সার্কাস খেলা আজ বিলুপ্তির দিকে। আবুল কালামরা এ ঐতিহ্য টিকিয়ে রাখছেন।15622337_1709721509338525_3907187270810981756_n

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...