ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - বাবার কবর জিয়ারত করতে পরিবারের সদস্যদের নিয়ে পিরোজপুরে অধ্যাপক ড. মো. জাফর ইকবাল

বাবার কবর জিয়ারত করতে পরিবারের সদস্যদের নিয়ে পিরোজপুরে অধ্যাপক ড. মো. জাফর ইকবাল

পিরোজপুর প্রতিনিধি >
বাবার কবর জিয়ারত ও শৈশবের স্মৃতি বিজড়িত পিরোজপুরে পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন ড. মো: জাফর ইকবাল। তার পিতা ফায়জুর রহমান আহম্মেদ স্বাধীনতাপূর্ব তৎকালিন পিরোজপুর মহাকুমা পুলিশ প্রধান ছিলেন। ১৯৭১ সালের ৪ মে ফায়জুর রহমানকে পাকহানাদার বাহিনী পিরোজপুর বলেশ্বর নদীর তীরে গুলি করেহত্যা করে লাশ ফেলে দেয় নদীতে । পরবর্তীতে লাশ উদ্ধার করে সমাহিত করা হয় পিরোজপুর পৌর কবরস্থানে। সে সময় ড. জাফর ইকবাল ও তার পরিবারের সদস্যরা পিরোজপুরে বসবাস করতেন। শুক্রবার সকালে ড.জাফর ইকবাল, তার ছোট ভাই আহসান হাবিব, বড় বোন সুফিয়া হায়দার, তাদের স্ত্রী ও পুত্র কন্যারা ঢাকা থেকে লঞ্চযোগে পরিবারের সদস্যদের নিয়ে পিরোজপুরে আসেন। সকালেই প্রথমে তিনি সবাইকে নিয়ে বাবার কবর দেখতে যান ও দোয়া করেন। এরপরে বলেশ্বর ঘাটের শহীদ স্মৃতি স্থম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শৈশবকে স্বরন করে খেয়া নৌকায় বলেশ্বর নদে নৌ ভ্রমন করেন এবং শহরের উত্তর দিকে যেখানে তার বাবার লাশ পাওয়া গিয়েছিল সেখানে যান। বিকালে পিরোজপুর টাউনক্লাব মাঠ স্বাধীনতা মঞ্চে এক শিক্ষার্থী সমাবেশ ও তার প্রায়ত পিতার স্মরন সভায় যোগদান করেন। এখানে শহর ও শহরতলির বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
আগামীকাল শানিবার স্থানীয় খলিশাখালী মাদ্রাসায় তার মরহুম পিতার জন্য কোরানখানি, মিলাদ ও দোয়া মোনাজাত শেষে মাদ্রাসার ছাত্রদের একবেলা খাবর আয়োজন করবেন। বিকালে আবার লঞ্চযোগে ঢাকায় চলে যাবেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...