ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - ভাণ্ডারিয়ার মুক্তিযোদ্ধা সালাম খান হত্যার বিচার দাবি

ভাণ্ডারিয়ার মুক্তিযোদ্ধা সালাম খান হত্যার বিচার দাবি

ভাণ্ডারিয়া প্রতিনিধি >

পিরোজপুরের ভাণ্ডারিয়ার শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম খানের হত্যাকারীদের এবং হত্যাকারীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেছেন, মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া মানুষ গড়ার কারিগর অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সালাম খানকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে তা কোনো সভ্য সমাজে মেনে নেয়া যায় না। এটা অসভ্য এবং বর্বর লোকদের কাজ। এমন একটি নির্মম হত্যাকান্ড ঘটার ৫ দিন অতিক্রম হলেও আজ পর্যন্ত এজাহারভূক্ত কানো আসামী গ্রেফতার না হওয়ার ঘটনা দুখজনক্। এ অবস্থা চলতে থাকলে আরো অনেক মুক্তিযোদ্ধাকে সালাম খান এর পরিনতি বরণ করতে হতে পারে। তাই ভান্ডারিয়ার মুক্তিযোদ্ধারা আতংকিত। আজ শুক্রবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাব চত্তরে ঢাকাস্থ ভান্ডারিয়াবাসীদের উদ্যোগে কর্মসূচীর আহবায়ক শহিদুল ইসলাম কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তারা উপরোক্ত কথা বলেন।

বক্তারা বলেন, আগামী ৭ দিনের মধ্যে যদি মুক্তিযোদ্ধা শিক্ষক সালাম খানের খুনিদেরকে গ্রেফতার করা না হয় তবে তার সহযোগী দেশের শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধা, তার হাজার হাজার ছাত্র, সহকর্মী শিক্ষকসহ ভান্ডারিয়ার সর্বস্তরের মানুষ বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।

ফনি ভূষন সমাদ্দার এর পরিচালনা মানব বন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়বুর রহমান হাওলাদার ও ভান্ডারিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফায়জুর রশিদ খশরু জমাদ্দার, আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় নেতা সিদ্দিকুর রহমান খান, জাতীয় পার্টি জেপির যুগ্ম মহাসচিব খলিলুর রহমান খলিল, ঝালকাঠি জেলা শিক্ষক নেতা আবুল বাসার তালুকদার, ভিটাবাড়িয়া বন্ধু পরিষদের সভাপতি আব্দুল মান্নান হওলাদার, কর্মসূচীর আয়োজক সাবেক ছাত্র নেতা তানভীর সিকদার, ভান্ডারিয়া ছাত্র কল্যাণ পরিষদের সাবেক সভাপতি আতিকুজ্জামান জাহিদ, আব্দুর রহিম হিমেল, সাইফুল ইসলাম জুয়েল, ভান্ডারিয়া উপজেলা ছাত্র দল নেতা সাইফুল ইসলাম বাপ্পি,জিয়াউল হাসান মামুন মল্লিক।

মুক্তিযোদ্ধা শিক্ষক সালাম খানের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে কর্মসূচী ঘোষণা করেন, ভান্ডারিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শফিক মান্নান ঘোষিত কর্মসূচীর মধ্যে রয়েছে, আগামী ২০ নভেম্বর, রবিবার ভান্ডারিয়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট ও প্রতিবাদ সভা। আগামী ২১ নভেম্বর’১৬ সোমবার দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত ভান্ডারিয়া বন্দরের সকল দোকান বন্ধ করে ব্যবসায়ীরা নিরব প্রতিবাদ জানাবে। ৭ দিনের মধ্যে সকল খুনিদেরকে গ্রেফতার করা না হলে মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, মাননীয় শিক্ষা মন্ত্রী এবং মাননীয় স্বররাষ্ট্র মন্ত্রীর সাথে স্বাক্ষাৎ করে বিচার চেয়ে স্বারকলিপি প্রদান করা হবে ।devdas-pic-bhandaria-3

মুক্তিযোদ্ধা শিক্ষক সালাম খান হত্যা মামলার এজাহারভূক্ত আসামীরা গ্রেফতার না হওয়ার পেছনে কোনোরকম রহস্য আছে কিনা তা স্বররাষ্ট্রমন্ত্রনালয় ও পুলিশ প্রদানকে তদন্ত করে দেখতে হবে। মুক্তিযোদ্ধা সালাম খান হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইবুনালে নিয়ে বিচার কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন প্রতিবাদ কর্মসূচীর সভাপতি শহিদুল ইসলাম কবির ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...