ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - কাঁঠালিয়ায় মাদ্রাসা ছাত্র নিখোঁজের সাত মাস পর মামলা

কাঁঠালিয়ায় মাদ্রাসা ছাত্র নিখোঁজের সাত মাস পর মামলা

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি >
ঝালকাঠির কাঠালিয়ায় রিয়াজুল ইসলাম ফরাজী (১৬) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজের সাত মাস পর মামলা দায়ের করেছেন ওই ছাত্রের বাবা মোস্তফা ফরাজী। মাদ্রাসা সুপারসহ দশজনকে আসামী করে বৃস্পতিবার ঝালকাঠি আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। বিচারক মামলাটি কাঠালিয়া থানার অফিসার ইনচার্জকে এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
নিখোঁজ ছাত্র উপজেলার বলতলা গ্রামের মোস্তফা ফরাজীর পুত্র ও ভান্ডারিয়া উপজেলার রাধানগর বারিধারা মাফছার উল উলুম দাখিল নবম শ্রেনীর ছাত্র।
জানাগেছে, চলতি বছর ২৪ এপ্রিল ভান্ডারিয়া শহরে যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয় ওই ছাত্র। পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খুজেও সন্ধান পায়নি। নিখোঁজের পর ওই ছাত্রের পিতা মোস্তফা ফরাজী কাঠালিয়া থানায় একটি সাধারন ডায়েরী করেছেন (যার নং-১১৭৬)। থানা অফিসার ইনচার্জ মো.জাহিদ হোসেন জানান, আদালতের নির্দেশে মামলা এজাহারভুক্ত করা হয়েছে। নিখোঁজ ছাত্রকে উদ্ধার ও আসামী গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যহত আছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...