ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - মঠবাড়িয়ায় শহীদ নূর হোসেন দিবস পালিত : স্মৃতি রক্ষায় ৭ দফা দাবি

মঠবাড়িয়ায় শহীদ নূর হোসেন দিবস পালিত : স্মৃতি রক্ষায় ৭ দফা দাবি

 

মঠবাড়িয়া প্রতিনিধি :

স্বৈরাচার বিরোধি আন্দোলনে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জাগো লক্ষ নূর হোসেন সংগঠন ও মঠবাড়িয়া সরকারী কলেজ ছাত্রলীগের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার মঠবাড়িয়া সরকারী কলেজ মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভা এর আগে শহীদ নূর হোসেনের পৈত্রিক নিবাস মঠবাড়িয়ায় তাঁর স্মৃতি রক্ষার ৭ দফা দাবি জানিয়ে ছাত্রলীগের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে একটি মিছিল বের করা হয়।
শেষে মঠবাড়িয়া সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুযার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য দেন, তরুণ কবি মো. মেহেদী হাসান, জাগো লক্ষ নূর হোসেন সংগঠনের রাইদুল ইসলাম বাবুল, সাকিল আহম্মেদ অলি, মেহেদী হাসান বেলাল ও জাবিদ রিফাত প্রমূখ ।nur hosen

বক্তরা বলেন, মঠবাড়িয়ার কৃতি সন্তান শহীদ নূর হোসেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামে এক অবিস্মরণীয় বীর। নূর হোসেন মঠবাড়িয়ার কৃতি সন্তান হলেও আমারা আজও এই বীর সন্তানের যথাযথ স্মৃতি রক্ষা করতে পারিনি। তাঁর স্মৃতি রক্ষায় গড়ে ওঠা জাগো লক্ষ নূর হোসেন সংগঠনের পক্ষ থেকে নূর হোসেনের স্মৃতি রক্ষায় ৭ দফা দাবি জানিয়ে আসছে।

দাবি গুলো হল, মঠবাড়িয়া -সাপলেজা সড়ক শহীদ নূর হোসেন সড়ক, মঠবাড়িয়া পৌর শহরের দৃশ্যমান স্থানে নূর হোসেনের একটি স্মৃতি স্তম্ভ নির্মাণ, নূর হোসেনের নামে একটি আধুনিক ডিজিটাল পাঠাগার নির্মাণ, স্থানীয় প্রতিটি রাজনৈতিক ও সামজিক সংগঠনের উদ্যোগে প্রতিবছর নূর হোসেন দিবস পালন, প্রতিবছর ১০ নভেম্বর মঠবাড়িয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নূর হোসেন দিবসে কর্মসূচির আয়োজন, প্রতিবছর মঠবাড়িয়ায় নূর হোসেনের নামে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ও মঠবাড়িয়ায় শহীদ নূর হোসেনের নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা।14997098_672667932914117_1767341797_n mathbaria -pic

এ বিষয়ে জাগো লক্ষ নূর হোসেমন সংগঠনের আহ্বায়ক মো. রাসেল সবুজ জানান, শহীদ নূর হোসেনের পৈত্রিক বাড়ি মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের ঝাটিবুনীয়া গ্রামে। তাঁর বাবা মো. মুজিবুর রহমান ও মা মরিয়ম বিবি স্বাধীনতার পর থেকে ঢাকায় বসবাস করে আসছেন। নূর হোসেন মঠবাড়িয়ার কৃতি সন্তান হিসেবে তাঁর স্মৃতি রক্ষার দায়িত্ব আমাদের । তাই তাঁর স্মৃতি রক্ষায় ৭ দফা দাবি বাস্তবায়ন চাই। আমরা মনে করি রাজনীতি যার যার নূর হোসেন আমাদের সবার।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...