ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - পিরোজপুরে ইউপি নির্বাচনে বিজয়ী হলে যারা

পিরোজপুরে ইউপি নির্বাচনে বিজয়ী হলে যারা

 

পিরোজপুর প্রতিনিধি >

পিরোজপুরে জেলার ৮টি ইউনিয়নের স্থগিত হওয়া ১০টি কেন্দ্রের পুনঃ নির্বাচনে নৌকার জয় জয়কার হয়েছে। ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীরা বিপুল ভোটে জয় লাভ করেছেন। বাকি ১টিতে জয়লাভ করেছেন জেপির প্রার্থী।
বিজয়ী আ’লীগ প্রার্থীরা হলেন, নাজিরপুর উপজেলার শাখারীকাঠী ইউনিয়নে আক্তারুজ্জামন গাউস, কাউখালীর চিরাপাড়া ইউনিয়নে মাহমুদ খান খোকন, ভান্ডারিয়ার ইকরি ইউনিয়নে মো: হুমায়ুন কবির, মঠবাড়িয়ার ধানীসাফা ইউনিয়নে হারুন-অর-রশিদ। এছাড়া সাইকেল প্রতীক নিয়ে কাউখালী সয়না রঘুনাথপুরে ইউনিয়নে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি (জেপি) আবু সাঈদ মিয়া বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। বাকি তিনটি ইউনিয়নের তিনটি কেন্দ্রে সংরক্ষিত ও সাধারণ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, গত ২২ মার্চ অনুষ্ঠিত প্রথম ধাপের ইউপি নির্বাচনে সহিংসতা, কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সীল দেয়া, ব্যালট পেপার ছিনতাইসহ বিভিন্ন অনিয়মের কারণে এসব কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়। মঠবাড়িয়ায় আইনশৃংখলা বাহিনীর গুলিতে ৫ জন নিরীহ এলাকাবাসী নিহত হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...