ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরনের দাবীতে পিরোজপুরে নৌ-মানববন্ধন

জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরনের দাবীতে পিরোজপুরে নৌ-মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি >

আসন্ন কফ-২২ মারাকাশ, মরক্কো সম্মেলনে অভিযোজন অর্থায়নে ঋণ নয়, চাই ক্ষতিপূর এ শ্লোগানে জলবায়ু অর্থায়নে উন্নত দেশের প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন, নাগরিক অংশগ্রহণ নিশ্চিতের দাবীতে পিরোজপুরে নৌ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের দামোদর খালে টি আই বি পিরোজপুরের সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে এ নৌ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শহিদুল্লাহ খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য সনাক সি এফজি উপ-কমিটির আহবায়ক অধ্যাপক রুহুল আমীন, স্বজনের সমন্বয়ক খালিদ আবু, ইয়েস উপ-কমিটির আহবায়ক প্রভাষক শাহ আলম শেখ, স্বজন সদস্য খালেদা আক্তার হেনা, গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী ও টিআইবির এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিত।PIROJPUR PICTURE- HUMAN CHAIN-01
এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। এর জন্য দায়ী উন্নত দেশগুলো। দেশে ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস নদী ভাঙন বেড়েই চলছে। এতে বিরাট হুমকির মুখে রয়েছে বাংলাদেশসহ স্বল্পোন্নত কয়েকটি দেশ। তাই আসন্ন কফ ২২ মারাকাশ, মরক্কো সম্মেলনে উন্নত দেশগুলোর কাছ থেকে ঋণ নয় ক্ষতিপূরণ আদায়ের জোর দাবী জানান।
নৌ-মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশগ্রহণকরেন বাপা-পিরোজপুর, পিরোজপুর গনউন্নয়ন সমিতি, সুজন, ওর্য়াল্ডভিশন, ডাক দিয়ে যাই, বাংলাদেশ মহিলা পরিষদ, সাংবাদিক, সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দসহ স্থানীয় গন্যমান্য

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...