ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - মঠবাড়িয়া পৌর সভার সাবেক কমিশনার আ.লীগ নেতা হেমায়েত উদ্দিনের জামিন লাভ

মঠবাড়িয়া পৌর সভার সাবেক কমিশনার আ.লীগ নেতা হেমায়েত উদ্দিনের জামিন লাভ

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ার যুবলীগ কর্মী লিটন পণ্ডিত হত্যা মামলার আসামী মঠবাড়িয়া পৌরসভার সাবেক কমিশনার ও পৌর আওয়ামীলীগের সিনয়র সহ সভাপতি মো. হেমায়েত উদ্দিন ( হেমায়েত কমিশনার) কারগার থেকে জামিনে মুক্তি লাভ করেছেন। টানা দুই মাস ১০ দিন কারাভোগের পর পিরোজপুর জেলা কারাগার থেকে তিনি আজ রবিবার জামিনে মুক্তি পান। তিনি আজ রবিবার মঠবাড়িয়ায় আসলে তার সমর্থক ও দলীয় নেতা কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। 14813480_762592813898605_984062086_n

তার নিকট স্বজনদের সূত্রে জানাগেছে, যুবরীগ কর্মী লিটন পণ্ডিত হত্যা মামলায় এজাহারভূক্ত আসামী হিসেবে হেমায়েত কমিশনারকে গত ১২ আগস্ট পুলিশ গ্রেফতার করে। তিনি ২ মাস ১০ দিন কারাবাসের পর গত ১৫ অক্টোবর হাইকোরেটর একটি ডিভিশন বেঞ্চ তার জামিমন আদেশ দেয়। আজ রবিবার তিনি পিরোজপুর কারাগার থেকে মুক্তি পান।

হেমায়েত উদ্দিন এর মুক্তিলাভে তার সমর্থক ও শুভানুধ্যায়িরা তাকে ফুল দিয়ে আনন্দ প্রকাশ করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...