ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - অসুস্থ শিক্ষকের পাশে শিক্ষানুরাগী

অসুস্থ শিক্ষকের পাশে শিক্ষানুরাগী

কাউখালী প্রতিনিধি >
শিক্ষক মানুরষ গড়ার কারিগর। এই তিনটি শব্দের মধ্যে লুকিয়ে আছে পরম শ্রদ্ধা ও ভালোবাসা। বিশ্ব শিক্ষক দিবসে পিরোজপুরের কাউখালী সদর ইউনিয়নের উজিয়াল খান গ্রামের এক মানুষ গড়ার কারিগর অবসর প্রাপ্ত শিক্ষকের নাম হরেন্দ্র নাথ হালদার (৭৫)। ৭৫ বয়সী এই শিক্ষক তার ৪৯ বছরের শিক্ষকতার জীবনে হারিয়ে যাওয়া অনেক ইতিহাসের স্বাক্ষী। বর্তমানে এই শিক্ষক শারীক ভাবে অসুস্থ। প্রতি বছরের মতো এবারও কাউখালী নিভৃত প্রান্ত থেকে বিভিন্ন জনপদে শিক্ষাকতার জীবন থেকে অবসর নেওয়া শিক্ষরা কেমন আছেন, কিভাবে কাটছে তাদের দিন। তা জানতে ও তাদের খোজ খবর নিতে রাত দিন ছুটে বেড়ান আলোকিত সাদা মনের মানুষ শিক্ষানুরাগী ও সমাসেবক আ. লফিত খসরু। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বেশ কিছু দিন ধরে অবসর প্রাপ্ত শিক্ষকদের খোজ খবর নিতে পথে নেমেছিলেন এ শিক্ষানুরাগী। তিনি আজ মানুষ গড়ার কারিগর অসুস্থ হরেন্দ্র নাথ হালদারের বাসবভনে গিয়ে পরম শ্রদ্ধা ও ভালোবাসায় ফুলের শুভেচ্ছা জানালেন।

আবদুল লতিফ খসরু জানান, অবসর প্রাপ্ত শিক্ষক হরেন্দ্র নাথ হালদারের পিতা মৃতঃ দেবেন্দ্রনাথ হালদার, মাতা সুভাসিনী হালদার। এই গুণি শিক্ষক সাতুরিয়া এম. এস উচ্ছ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে ১৯-০৭-১৯৬৪ সালে শিক্ষক হিসাবে যোগদান করেন। একই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে ৩৯ বছর সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেণ।

২০০৪ সালে এই শিক্ষক তার শিক্ষকতার জীবন থেকে তিনি অবসরে যান। বর্তমানে উপজেলা উজিয়াল খান গ্রামের নিজ বাসভবনে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন। তিনি আরও বলেন, শিক্ষকদের সব দিনই সমান । আজকের এই বিশেষ দিনে এই গুনি শিক্ষকের খোঁজ নিতে পেরে কিছুটা মানসিক শান্তি পেলাম।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...