ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - পিরোজপুরে বিদ্যুৎস্পর্শে এক জেলের মৃত্যু- দুইজন আহত

পিরোজপুরে বিদ্যুৎস্পর্শে এক জেলের মৃত্যু- দুইজন আহত

পিরোজপুর প্রতিনিধি >
পিরোজপুরের পাড়েরহাটের মৎস্য বন্দর বাদুরা থেকে ফিসিং বোট নিয়ে সাগরে মাছ ধরতে যাবার পথে ক্যানেল ক্রসিং টাওয়ারের ঝুলানো তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আল আমিন নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় বোটে থাকা বাদশা ও সেলিম নামে দুই জেলে আহত হয়। পাড়েরহাট মৎস্য বন্দর সমিতির সেক্রেটারি মোঃ মোস্তফা আকন জানান, বুধবার সকালে বন্দরের বাদুরা থেকে ‘এফবি চম্পা আক্তার’ নামের একটি ফিসিং বোট উমেদপুর খাল থেকে ১২-১৪ জন জেলে ও বিভিন্ন রশদ সামগ্রী নিয়ে সকালে সাগরের উদ্দেশ্যে রওনা হয়। এসময় বাদূরা এলাকায় খালের ওপর দিয়ে বয়ে যাওয়া পল্লী বিদ্যুতের একটি ঝুলন্ত তার ফিশিং বোটের সামিয়ানায় বাধা ওই লোহার পাইপের সঙ্গে বেধে যায়। পাইপের পাশেই বসে কাজ করছিল আল আমিন, আর এতেই জড়িয়ে সে গুরুতর আহত হয়। এ সময় জেলে বাদশা ও সেলিম হাত দিয়ে ধাক্কা দিয়ে তার সড়াতে গিয়ে তারও আহত হয়। আহত তিনজনকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসলে আল আমিন হাসপাতালে মারা যায়। আহত অপর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

আলামিন ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের মো. কাশেম চৌকিদারের ছেলে ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...