ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - জিয়ানগরে প্রবীণ দিবসে প্রবীণদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান

জিয়ানগরে প্রবীণ দিবসে প্রবীণদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান

পিরোজপুর প্রতিনিধি >
“থাকবো না কেউ পেছনে, গড়বো সমাজ এক সনে”- এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় বিশ্ব প্রবীণ দিবস পালিত হয়েছে।
আজ শনিবার (০১ অক্টোবর) সকালে উপজেলার পাড়েরহাট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ও বেসরকারী উন্নয়ন সংস্থা উদ্দীপনের প্রবীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক কমসূচির আওতায় দিবসটি পালন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও প্রবীণদের সম্মাননা প্রদান করা হয়। IMG_9343

আলোচনা সভায় উদ্দীপনের পিরোজপুর কার্যালয়ের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও উদ্দীপনের সমৃদ্ধকরণ কমসূচির মো. আরাফাত রহমান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিয়ানগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মৃধা মো. মোজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলার পাড়েহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম সরোয়ার বাবুল ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন হাওলাদার। আলোচনা সভা শেষে ১১ জন প্রবীণ ও পাঁচজন শ্রেষ্ঠ সন্তানকে সম্মননা দেয়া হয়। এর আগে সকালে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে পাড়েরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক শেষে আলোচনা সভায় মিলিত হয়।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...