ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - গলায় কাঠের টুকরা বিদ্ধ সেতুর অর্থাভাবে চিকিৎসা চলছেনা

গলায় কাঠের টুকরা বিদ্ধ সেতুর অর্থাভাবে চিকিৎসা চলছেনা

মঠবাড়িয়া প্রতিনিধি >
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের তেলিখালী গ্রামের দিনমজুর বেল্লাল শাহ এর চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রী সেতু আক্তার টমটম উল্টে দুর্ঘটানায় গুরুতর আহত । সেতু ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ তেলিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে লেখা পড়া করছে।
গত শুক্রবার( ২ সেপ্টেম্বর)সকালে সেতু টমটমযোগে বাড়ি ফেরার পথে টমটম সড়কের খাদে পড়ে উল্টে গেলে সেতু ছিটকে পড়ে যায়। এসময় সড়কের পার্শ্বস্থ বেড়ার গাছের একটি টুকরা তার গলায় বিদ্ধ হয়। গুরুতর আহত সেতুকে বরিশাল শেরে বাংলা মেডিকেল করেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সেতুর গলায় কাঠের টুকরা বিদ্ধ হওয়ায় শ্বাস নালীতে ক্ষ সৃষ্টি হয়। এতে শিশুটি বর্তমানে শ্বাস কষ্টে মৃত্যুর সাথে লড়াই করছে। সেতুর উন্নত চিকিৎসা প্রয়োজন। অর্থাভাবে সেতুর দিনমজুর পরিবারের পক্ষে মেয়েটির চিকিৎসা মেটানো অসম্ভব ।
অসুস্থ সেতুর বাবা দিনমজুর বেল্লাল শাহ জানান, সে নদী ভাঙা মানুষ। দিনমজুরী করে কোন রকমে সংসার চলে। এমন অবস্থায় দুঘর্টনায় স্কুল ছাত্রী সেতু হাসপাতালে কাতরাচ্ছে। দিনমজুর পরিবারটি চরম বিপাকে পড়েছেন। অর্থাভাবে সেতুর সু চিকিৎসা চলছেনা। তাই সমাজের বিত্তবানদের প্রতি অসহায় সেতুর পরিবার মানবিক সাহায্যের বিনীত আবেদন জানিয়েছেন।

যোগাযোগের ঠিকানা –

সেতু আক্তার
পিতা: মোঃ বেল্লাল শাহ
গ্রাম: তেলিখালী
ইউনিয়ন: তেলিখালী
উপজেলা: ভান্ডারিয়া
জেলা: পিরোজপুর।
বিকাশ: পার্সোনাল 01712028453
প্রয়োজনে 01743916906

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...