ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন পিরোজপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন পিরোজপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত

মঠবাড়িয়া প্রতিনিধি >
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৬ উদযাপন উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন। মানস্মত প্রাথমিক শিক্ষা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জেলা পর্যায়ে এক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা পদক প্রদান করা হয়।
পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার আব্দুল লতিফ মজুমদারের সাক্ষরিত এক পত্রে এ তথ্য জানাগেছে । এ ছাড়া পিরোজপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মজিবর রহমান শ্রেষ্ঠ চেয়ারম্যান, কাউখালীর কাজি হারুনর রশীদ শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজ সেবক, মঠবাড়িয়া উপজেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমীন শেষ্ঠ শিক্ষা অফিসার, ভান্ডারিয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান খাঁন শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার, পিরোজপুরের হুলারহাট দেওনাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবুয়াল হোসেন খন্দকার শ্রেষ্ঠ এসএমসি, পিরোজপুর করিমুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহনাজ বেগম শ্রেষ্ঠ কাব শিক্ষিকা , পিরোজপুর করিমুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জিনিয়া ইসলাম শ্রেষ্ঠ শিক্ষিকা, স্বরূপকাঠি(নেছারাবাদ) বরছাকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউল হক শেষ্ঠ শিক্ষক, ৬৮ নম্বর ভান্ডারিয়া হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীর ঝড়ে পড়া রোধে বিশেষ ভূমিকা রাখায় কাউখালীর ২৩ নম্বর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় জেল শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...