ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - পিরোজপুর জেলা শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান কাউখালীর আমিনুর রশীদ মিল্টন সরকারি সফরে মনোনীত

পিরোজপুর জেলা শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান কাউখালীর আমিনুর রশীদ মিল্টন সরকারি সফরে মনোনীত

কাউখালী প্রতিনিধি >

পিরোজপুর জেলার কাউখালী উপজেলার তিন নম্বর কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুর রশীদ মিল্টন ১৫ দিনের সরকারী সফরে বিদেশ যাচ্ছেন। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রূপকল্প ২০২১ বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের কাজের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ও স্থানীয় সরকারকে শক্তিশালী করণে রাষ্ট্রীয় সফরে তিনি মালয়েশিয়াসহ এশিয়া মহাদেশের কয়েকটি দেশ সফর করবেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানাগেছে, এ সফরে বাংলাদেশ থেকে ১০ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, একজন যুগ্ম সচিব,তিনজন জেলা প্রশাসক, একজন ইউএনও , একজন স্থানীয় সরকারের প্রধান হিসাব রক্ষক কর্মকর্তাসহ মোট ১৯জন আগামী ৩১ আগস্ট থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত ১৫ দিনের জন্যে মালয়েশিয়ায়সহ এশিয়া মহাদেশের বিভিন্ন রাষ্ট্রে ১৫ দিনের সরকারি সফরে যাবেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আমিুনর রশীদ মিল্টন তাঁর সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষে স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সরকারি বিশেষ সফরের বরিশাল বিভাগ থেকে তাঁকে মনোনীত করেছে। তিনি আগামী ৩১শে আগষ্ট বিকাল ৫.৩০ ঘটিকায় আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে বিদেশ সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন । এ জন্য চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন কাউখালী উপজেলা বাসীকে অগ্রীম ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, চেয়ারম্যান আমীনুর রশীদ মিল্টন কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কাউখালী সরকারি মহাবিদ্যালয়ের সাবেক জিএস হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...